"আমরা বিকশিত ভারত গড়ার চেষ্টায় অবিচল..."
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। প্রচার-সহ নানা কাজে টাকা খরচ হয় জলের মতো। রাজনৈতিক দলগুলি এই খরচ জোগাড় করে দু’ভাবে। এক, নির্বাচনী বন্ড থেকে। আর দুই, পার্টি ফান্ডে সদস্যদের দেওয়া চাঁদা থেকে।
রবিবার বিজেপির ফান্ডে দু’ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রত্যেককে অনুরোধ করলেন বিজেপির ফান্ডে অনুদান দিতেও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন। তিনি লিখেছেন, “ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে অনুদান দিতে পেরে আমি খুশি। আমরা বিকশিত ভারত গড়ার চেষ্টায় অবিচল। আমি প্রত্যেককে অনুরোধ করছি এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন।”
বিজেপির এই অনুদান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ১ মার্চ। এদিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পার্টি ফান্ডে দিয়েছেন হাজার টাকা চাঁদা। এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির ভারতকে বিকশিত ভারত করার যে স্বপ্ন, তা পূরণ করতে আমি বিজেপিকে কিছু অর্থ সাহায্য করেছি। আসুন, আমরা প্রত্যেকে এগিয়ে আসি। এনএএমও অ্যাপের মাধ্যমে যোগ দিই ডোনেশন ফর নেশান বিল্ডিং গণআন্দোলনে।”
নির্বাচন (Lok Sabha Elections 2024) কমিশনের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি সংগ্রহ করেছিল ৭১৯ কোটি টাকা। গত বারের চেয়ে ১৭ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবর্ষে অনুদান বাবদ পার্টি ফান্ডে জমা পড়েছিল ৬১৪ কোটি টাকা।
আরও পড়ুুন: মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আসছেন রাজনীতিতে?
করুণ ছবি কংগ্রেস শিবিরে। ২০২২-২৩ অর্থবর্ষে ডোনেশন বাবদ তাদের আয় হয়েছিল ৭৯ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে গ্র্যান্ড ওল্ড পার্টি ফান্ডে জমা পড়েছিল ৯৫.৪ কোটি টাকা। নির্বাচনী বন্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার পরেই অনুদান সংগ্রহ প্রচার শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির মোট আয়ের অর্ধেকেরও বেশি রোজগার হত নির্বাচনী বন্ড থেকে (Lok Sabha Elections 2024)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।