img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hindi Version MBBS Book: স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ঐতিহাসিক দিন! কেন বললেন অমিত শাহ?

Hindi Version MBBS Book: চলতি শিক্ষবর্ষ থেকেই মধ্যপ্রদেশের ১৩টি সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এই বই পড়ার সুযোগ পাবেন

img

এবার ডাক্তারী পড়া যাবে হিন্দিতে, বই প্রকাশ অমিত শাহের

  2022-10-16 18:27:20

মাধ্যম নিউজ ডেস্ক: দেশে প্রথমবার হিন্দিতে মেডিক্যাল কোর্সের বই (Hindi Version MBBS Book) উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।রবিবার মধ্যপ্রদেশে ভোপালের ওই অনুষ্ঠানে শাহ ছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সারং।


এদিনের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ”আজ দেশের শিক্ষাক্ষেত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামিদিনে যখনই ইতিহাস লেখা হবে, আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে মাতৃভাষায় শিক্ষাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ জোর দিয়েছেন। সেই লক্ষেই এই পদক্ষেপ বলেও মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মেডিক্যাল কলেজে এই বইগুলি পড়ানো হবে। প্রথম পর্যায়ে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির বইয়ের হিন্দি সংস্করণ তৈরি হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই মধ্যপ্রদেশের ১৩টি সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এই বই পড়ার সুযোগ পাবেন।


মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সারং বলেন, মধ্যপ্রদেশ দেশের প্রথম রাজ্য যেখানে সারা ভারতের মধ্যে সর্বপ্রথম হিন্দিতে এমবিবিএস কোর্স শুরু করা  হয়েছে। ভোপালের গান্ধী মেডিকেল কলেজে ৯৭ জনের একটি বিশেষজ্ঞ  টিম ২৩২ দিন ধরে বইগুলি ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদ করছেন। তিনি জানান প্রথম বছর অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটি বিষয়ে হিন্দি ভাষায় পড়ানো হবে। তিনি আরও বলেন, মেডিক্যালের মতো গুরুত্বপূর্ণ কোর্স যদি হিন্দি ভাষায় পড়ানো সম্ভব হলে যে কোনও কোর্স হিন্দিতে পড়ানো সম্ভব। হিন্দি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন পথ খুলে গেল।

">

বিশেষজ্ঞরা জানিয়েছেন , এই বায়োকেমিস্ট্রির নতুন বইটিতে কিছু কিছু নতুন অধ্যায় সংযুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে সোডিয়াম, পটাসিয়াম, ওয়াটার হোমিওস্টেসিস, বায়োকেমিস্ট্রি টেকনিক, রেডিয়েশন, রেডিওআইসোটোপস এবং পরিবেশ দূষণকারী এবং টক্সিন।
এছাড়াও তথ্যকে সহজ ভাবে মনে রাখার জন্য বেশ কিছু রঙিন ডায়াগ্রাম, টেবিল এবং টেক্সট বক্স যুক্ত করা হয়েছে।

একইভাবে অ্যানাটমির নতুন সংস্করণে, পেট এবং নিম্ন অঙ্গ উভয় বিভাগে পৃষ্ঠের শারীরস্থানের নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। ডায়াগ্রাম, সিটি এবং এমআরআই এর ডায়াগ্রাম টেবিল এবং ফ্লো চার্ট যোগ করা হয়েছে পাঠ্যক্রম সহজবোধ্য করার জন্য। 

প্রসঙ্গত, এর আগেও  হিন্দি ভাষা দিবসে হিন্দিকে জাতীয় ভাষায় মর্যাদা দেবার লক্ষ্যে বা হিন্দিকে অফিসিয়াল কাজে ব্যবহার করার পক্ষে সরব হয়েছিলেন অমিত শাহ। এই নিয়ে সারা দেশ জুড়ে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে ঘিরে সোস্যাল মিডিয়াতে #StopHindiImposition ট্রেন্ডিং চলেছিল।

">

তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপের পরিনাম কি হতে পারে তা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Amit Shah

Hindi

Madhyapradesh

Mbbs Book in hindi

Hindi MBBS Book


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর