img

Follow us on

Sunday, Jan 19, 2025

Maharashtra: গরবা নাচতে গিয়ে মৃত্যু যুবকের, ছেলের শোকে প্রাণ হারালেন বাবাও

পুলিশ এই বিষয়ে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে।   

img

গরবা

  2022-10-03 17:45:00

মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মাঝেই মর্মান্তিক ঘটনা। মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরে একটি গরবা অনুষ্ঠানে নাচতে গিয়ে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভিরার পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, শনিবার ও রবিবার মধ্যরাতে ভিরারের গ্লোবাল সিটি কমপ্লেক্সে একটি গরবা অনুষ্ঠানে নাচতে গিয়ে মণীশ নারাপজি সোনিগ্রা হঠাৎ পড়ে যান। ওই ব্যক্তিতে তাঁর ৬৬ বর্ষীয় বাবা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর খবর পেয়ে ওই ব্যক্তির বাবাও ঘটনাস্থলেই মারা যান। তাঁর নাম নরপত সোনিগ্রা। 

আরও পড়ুন: বায়ুসেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার 'প্রচণ্ড'

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। নরপত সোনিগ্রার ছেলে রাহুল এবং ভাই নাগরাজ হরকচাঁদ সোনিগ্রা বলেন, শোকাহত পরিবারটি রাজস্থানের মারুধর থেকে এসেছে এবং তারা গডওয়াদ ওসওয়াল জৈন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রবিবার সন্ধ্যায় ভিরার শহরে মৃত পিতা-পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। পুলিশ এই বিষয়ে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Maharashtra

Virar Father Son Died


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর