img

Follow us on

Saturday, Jan 18, 2025

Maharashtra Killing: এবার অমরাবতী! নূপুর শর্মাকে সমর্থন করাতেই কি খুন? তদন্তে পুলিশ

 ৫৪ বছর বয়সী পেশায় কেমিস্ট উমেশ প্রহ্লাদরাও কোলহেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যকে সমর্থন করে উনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

img

নূপুর শর্মা।

  2022-07-02 15:09:42

মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের উদয়পুরে (Udaipur Killing) ধর্মীয় উন্মাদনার শিকার এক দর্জি। সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরের কানহাইয়া লাল নামে দর্জিকে নৃশংস খুনের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী দল (NIA)। এর মধ্যেই সামনে এল আরও একটি খুনের অভিযোগ। উদয়পুরে দর্জি কানহাইয়ালাল খুনের ঠিক সপ্তাহ খানেক আগেই ২১জুন মহারাষ্ট্রের (Maharashtra Killing) এবার অমরাবতী (Amravati )! নূপুর শর্মাকে সমর্থন করাতেই কি খুন? তদন্তে পুলিশ অমরাবতীতে  ৫৪ বছর বয়সী পেশায় কেমিস্ট (Chemist) উমেশ প্রহ্লাদরাও কোলহেকে (Umesh Prahladrao Kolhe) ছুরি মেরে হত্যা করা হয়েছে। বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যকে সমর্থন করে উনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। 

তদন্তকারী আধিকারিকদের ধারণা নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিশোধ নেওয়ার জন্যই  উমেশকে হত্যা করা হয়েছে। মৃত উমেশের ছেলে সংকেতের অভিযোগের ভিত্তিতে অমরাবতীর সিটি কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই হত্যায় জড়িত সন্দেহে মুদ্দসির আহমেদ এবং তার সহযোগী শাহরুখ পাঠানকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে এই ঘটনায় আরও চারজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। যার মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হলেন, আব্দুল তৌফিক (২৪), শোয়েব খান (২২) এবং আতিব রশিদ (২২)।

আরও পড়ুন: বাইকের নম্বর হবে ২৬/১১! বেশি টাকা দেয় উদয়পুরের হত্যাকারীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ জুন উমেশ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তাঁকে খুন করা হয়। উমেশের ছেলে সংকেতের অভিযোগ, “আমরা প্রভাত চক থেকে যাচ্ছিলাম।  আমি আর বাবা দুটো আলাদা স্কুটারে ছিলাম। আমরা রাস্তায় একটা হাই স্কুলের গেটের সামনে পৌঁছতেই, বাবার স্কুটারের সামনে হঠাৎ করে মোটরসাইকেলে চড়ে দুজন ব্যক্তি এসে হাজির হয়। তারা বাবার বাইকটা জোর করে থামায়। বাবা বাইক থামালেই একজন বাবার ঘাড়ের বাঁ’দিকে  ছুরি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে বাবা রাস্তায় পড়ে যান। আমি স্কুটার থামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। সেই সুযোগে আততায়ীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়”।

 উমেশকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। অমরাবতী সিটি পুলিশের এক আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে কেউ একজন তাদের ১০ হাজার টাকা এবং মটর বাইক দিয়ে সাহায্য করেছিল,তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে”। তিনি আরও বলেন,“তদন্তের সময় আমরা জানতে পেরেছি যে কোলহে হোয়াটসঅ্যাপে নূপুর শর্মাকে সমর্থন করে একটি পোস্ট করেছিলেন। যে ছুরি দিয়ে উমেশকে হত্যা করা হয়েছে সেটিও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন, খুনের কাজে ব্যবহৃত মোটরবাইক ও জামাকাপড়”। পুলিশের তরফে জানানো হয়, তদন্ত চলছে। তবে এখনই খুনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Tags:

Maharashtra Killing

Amravati chemist's throat slit

police suspect killing over social media post

social media post supporting Nupur Sharma


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর