img

Follow us on

Wednesday, Nov 20, 2024

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রের কুর্সিতে ফিরছে বিজেপির নেতৃত্বাধীন মহাযূতি জোট, বলছে সমীক্ষা

BJP: আরব সাগরের তীর পদ্মময়, ফিরছে বিজেপির জোট, গোহারা এমভিএ!...

img

মহারাষ্ট্র পদ্মময়! বলছে সমীক্ষা। প্রতীকী ছবি।

  2024-11-20 20:47:30

মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের কুর্সিতে ফিরছে মহাযূতি জোট। অন্তত এমনই ইঙ্গিত মিলল বুথফেরত সমীক্ষায়। জানা গিয়েছে, বিজেপি (BJP), শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর জোট (Maharashtra Assembly Election 2024) পেতে পারে ১৫০ থেকে ১৭০টি আসন।

হারছে মহা বিকাশ আঘাড়ি! (Maharashtra Assembly Election 2024)

মহা বিকাশ আঘাড়ি (এই জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী) পেতে পারে ১১০ থেকে ১৩০টি আসন। অন্যরা পেতে পারে ৮ থেকে ১০টি আসন। মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা ২৮৮। ম্যাজিক ফিগার ১৪৫টি। ম্যাটরিজের (MATRIZE) বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৮ শতাংশের বেশি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি পেতে পারে ৪২ শতাংশ ভোট। বাকিরা পেতে পারে মোট ভোটের ১০ শতাংশ।

ফিরছে বিজেপি!

বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ফিরতে পারে বলে ইঙ্গিত মিলেছে চাণক্যের (CHANAKYA) বুথফেরত সমীক্ষায়ও (Maharashtra Assembly Election 2024)।  এদের মতে, বিজেপি পেতে পারে ১৫২ থেকে ১৬০টি আসন। মহা বিকাশ আগাড়ি জোট পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন। অন্যরা পেতে পারে ৬ থেকে ৮টি আসন। শতাংশের বিচারে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার হতে পারে ৪২। অন্যরা পেতে পারে ১১ শতাংশ ভোট।

আরও পড়ুন: ভারত-চিন সম্পর্ক এখন একটি নয়া সূচনাবিন্দুতে পৌঁছেছে, বলছে বেজিং

পি-মার্কের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন জোট পেতে পারে ১৩৭ থেকে ১৫৭টি আসন। মহা বিকাশ আগাড়ি জোট পেতে পারে ১২৬ থেকে ১৪৬টি আসন। অন্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন। পিপলস পালস প্রজেক্টের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন জোট পেতে পারে ১৮২টি আসন। মহা বিকাশ আগাড়ি পেতে পারে ৯৭টি আসন। অন্যদের ঝুলিতে যেতে পারে ৭ থেকে ১২টি আসন।

টাইমস নাও এবং জেভিসির সমীক্ষা অনুযায়ী, মহাযূতি জোট (BJP) পেতে পারে ১৫০ থেকে ১৬৭টি আসন। মহা বিকাশ আগাড়ি জোট পেতে পারে ১০৭ থেকে ১২৫টি আসন। বাকিরা পেতে পারে ১৩-১৪টি আসন (Maharashtra Assembly Election 2024)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

Maharashtra

bangla news

Bengali news

mva

news in Bengali   

Assembly Election 2024

Maharashtra Assembly Election 2024

Maharashtra Assembly POLL


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর