img

Follow us on

Sunday, Jan 19, 2025

Maharashtra: শিবসেনার তির-ধনুক প্রতীক কেউ কেড়ে নিতে পারবেন না, সাফ জানালেন উদ্ধব 

ওঁদের আজই বিধানসভা নির্বাচন করার জন্য চ্যালেঞ্জ করছি...

img

উদ্ধব ঠাকরে। ফাইল ছবি

  2022-07-09 14:20:55

মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনার (Shiv Sena) তির-ধনুক (Bow and Arrow) প্রতীক কেউ কেড়ে নিতে পারবেন না। এই ভাষায়ই শিন্ডে শিবিরকে হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের শিবসেনা প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন শিন্ডে। তার পর থেকে এই প্রথম মুখ খুললেন উদ্ধব। সাফ জানালেন, শিবসেনার প্রতীক কেউ ছিনিয়ে নিতে পারবেন না। সেই সঙ্গে দাবি করলেন বিধানসভা ভোটেরও।

কংগ্রেস, এনসিপি নয়, বিজেপির সঙ্গে জোট গড়া নিয়ে বিবাদের জেরে দলেই বিদ্রোহ ঘোষণা করেন শিন্ডে। পরে অনুগামী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও পরে চলে যান আসামে। পরে বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়েন সরকার। মুখ্যমন্ত্রী হন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। তার পর থেকে এই প্রথম মুখ খুললেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব। শিন্ডে শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বালাসাহেবের পুত্র বলেন, আমি ওঁদের আজই বিধানসভা নির্বাচন করার জন্য চ্যালেঞ্জ করছি। আমরা যদি অন্যায় করে থাকি, তাহলে মানুষ আমাদের ফিরিয়ে দেবে। আপনাদের যদি এমনভাবে সরকার গঠনের উদ্দেশ্য ছিল, তাহলে তা করা উচিত ছিল আড়াই বছর আগেই। এই ধরনের তামাশার কোনও প্রয়োজন হত না। এই পরেই উদ্ধব জানিয়ে দেন শিবসেনার প্রতীক ছিনিয়ে নিতে পারবেন না কেউই। বলেন, শিবসেনার প্রতীক তির এবং ধনুক কেউ কেড়ে নিতে পারবেন না।

আরও পড়ুন : 'যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব', হুঁশিয়ারি উদ্ধবের

শিবসেনায় ভাঙন ধরিয়ে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করেছেন শিন্ডে। হয়েছেন মুখ্যমন্ত্রীও। এর পর তাঁর লক্ষ্য যে শিবসেনার কর্তৃত্ব, তার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। যেভাবে একের পর এক বিধায়ক এবং সাংসদ শিন্ডে শিবিরে নাম লেখাচ্ছেন ফি দিন, তার পর শিবসেনার রশি কতদিন উদ্ধবের হাতে থাকবে, তা নিয়েই উঠেছে প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই মুখ খুললেন ঠাকরে। সাফ জানিয়ে দিলেন, শিবসেনার রাশ থাকবে তাঁরই হাতে। শিন্ডেকে নিশানা করে উদ্ধব বলেন, কেউ কেউ বলেন মাতোশ্রীতে ডাকলে তাঁরা আসবেন। কেউ কেউ বলেন, আমার প্রতি নাকি তাঁদের শ্রদ্ধাও রয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ। হুমকি অগ্রাহ্য করে যে কয়েকজন বিধায়ক তাঁর সঙ্গে এখনেও রয়েছেন, তাতে তিনি গর্বিত বলেও জানান উদ্ধব। ১১ জুলাই মহারাষ্ট্র মামলার শুনানি। ওই দিনই ভাগ্য নির্ধারণ হবে শিন্ডে সহ ১৬ জন বিদ্রোহী বিধায়কের। সেই রায় শুধু শিবসেনার নয়, ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে বলেও মনে করেন বালাসাহেব পুত্র।

আরও পড়ুন : নিজের লোকই বিশ্বাসঘতক! লড়াই চালিয়ে যাবেন জানালেন উদ্ধব

Tags:

Maharashtra

Uddhav Thackeray

 Shiv Sena

   Maharashtra cant take away shiv senas bow and arrow


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর