img

Follow us on

Friday, Nov 22, 2024

Maharashtra: মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে পদ ছাড়লেন মহারাষ্ট্রের সিএলপি নেতা বালাসাহেব থোরাট

থোরাট এবং পাটোলের মতো রাজ্য কংগ্রেসের দুই শীর্ষনেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনের সময়।

img

বালাসাহেব থোরাট

  2023-02-07 17:51:08

মাধ্যম নিউজ ডেস্ক: ফের অস্বস্তিতে কংগ্রেস। ভাঙন ধরল মহারাষ্ট্র কংগ্রেস জোটে। পদ ছাড়তে চেয়ে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখলেন মহারাষ্ট্র কংগ্রেস লেজিসলেটিভ পার্টির নেতা বালাসাহেব থোরাট। কিছুদিন আগেই থোরাটের ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছিলেন, দলের শীর্ষ নেতৃত্বকে থোরাট জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলের সঙ্গে কাজ করতে পারছেন না। তাঁর উপর পাটোলের রাগ আছে বলে জানিয়েছিলেন থোরাট। খাড়গেকে লেখা চিঠিতে থোরাট জানিয়েছেন, তিনি অপমানিত বোধ করছেন এবং পাটোলে তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন। যাতে মনে হয় তিনি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছেন

একই অভিযোগ করেছিলেন তাম্বে

থোরাট এবং পাটোলের মতো রাজ্য কংগ্রেসের দুই শীর্ষনেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনের সময়। থোরাটের শ্যালক সত্যজিৎ তাম্বে এর আগে অভিযোগ করেন, তাঁকে নির্বাচনের টিকিট দেওয়া হয়নি। রাজ্য কংগ্রেস নেতৃত্ব তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত 

তাম্বের জায়গায় টিকিট দেওয়া হয়েছিল তাঁর বাবাকে। নির্দল প্রার্থী হিসেবে লড়ে নাসিক টিচার কেন্দ্র থেকে মহা বিকাশ আঘাড়ি প্রার্থী শুভাঙ্গি পাতিলকে হারান তাম্বে। রাজ্য নেতৃত্ব নিয়ে তার ক্ষোভকে সে সময় চাপা দিয়েছিলেন বালাসাহেব থোরাট। বাবা-ছেলে তাম্বেদের প্রতি তাঁর সমর্থন নীরব সমর্থন হিসেবেই মনে করেছিল রাজনৈতিক মহল। পরে সত্যজিৎ এবং তাঁর বাবা সুধীর তাম্বেকে বরখাস্ত করে মহারাষ্ট্র কংগ্রেস। 

এর আগে সত্যজিৎ তাম্বে সরাসরি অভিযোগ করে বলেছিলেন, কিছু কংগ্রেস নেতা এবং নানা পাটোলে তাঁকে ভুল ফর্ম পাঠিয়েছিলেন। সে কারণেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে হয় তাঁকে। তিনি এও অভিযোগ করেন, থোরাটকে নিশানা করে নিয়েছেন পাটোলে এবং দলের কিছু নেতা এমন করছেন, যেন যা খুশি করতে পারেন তাঁরা। কিন্তু তা চলতে দেওয়া যায় না।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

 

Tags:

congress

Balasaheb Thorat


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর