img

Follow us on

Sunday, Jan 19, 2025

Maharashtra Crisis: 'বর্ষা ছাড়লেও ছাড়ছি না...' বললেন বিদ্রোহ দমনে প্রত্যয়ী উদ্ধব

মুম্বই ফিরছেন শিন্ডে...

img

উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে (ফাইল ছবি)

  2022-06-24 18:43:51

মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শিবিরের দাবি মেনে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) সহ ১২ জন বিধায়কের পদ খারিজের জন্য শুরু হয়ে গেল তৎপরতা। মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভার ভারপ্রাপ্ত স্পিকার নরহরি সীতারাম জিরওয়াল বিদ্রোহী বিধায়কদের বিধানসভায় হাজির হয়ে দলত্যাগ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত অভিযোগের শুনানিতে অংশ নেওয়ার জন্য শুক্রবার নোটিশ পাঠাতে পারেন। এদিকে, এদিনই দুপুরে গুয়াহাটির হোটেল ছেড়েছেন শিন্ডে। সূত্রের খবর, মুম্বই ফিরছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুম্বই ফিরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে পারেন তিনি।

আরও পড়ুন : সাধারণ অটোচালক থেকে মহারাষ্ট্র রাজনীতির মধ্যমণি, কে এই একনাথ শিন্ডে?

এদিকে, মঙ্গলবার বিধানসভার দলনেতার পদ থেকে শিন্ডেকে সরিয়ে অজয় চৌধুরীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা। এদিন তাকে মান্যতা দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার জিরওয়াল। এই ঘটনায় শিন্ডে শিবির কিছুটা বেকায়দায় পড়ল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এমতাবস্থায় শিন্ডে শিবির অনাস্থা প্রস্তাব আনার আগেই আস্থা ভোটের রাস্তায় হাঁটতে পারেন উদ্ধব।

মুখ্যমন্ত্রীর শিবিরের এই পদক্ষেপের নেপথ্যে এনসিপি নেতা শরদ পাওয়ারের মস্তিষ্ক রয়েছে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। শিন্ডে সহ ওই বারোজন বিধায়কের বিরুদ্ধে কোনও কারণ না দেখিয়ে বুধবার শিবসেনার পরিষদীয় দলের বৈঠকে গরহাজিরাকে দলত্যাগ বিরোধী আচরণ বলে চিহ্নিত করেছে শিবসেনা।

আরও পড়ুন : আর্থিক তছরুপ! শিবসেনা মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডি-র

এহেন পরিস্থিতিতে শুক্রবার আরও চার বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, বিদ্রোহীদের বিরুদ্ধে ধাপে ধাপে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ এনে বিদ্রোহীদের কুপোকাত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী, পরিষদীয় দলে ভাঙনের স্বীকৃতির জন্য দলত্যাগ বিরোধী কার্যকলাপে অভিযুক্ত হননি এমন অন্তত দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন প্রয়োজন। ধাপে ধাপে দলত্যাগ বিরোধী আইনে অভিযুক্ত করা হলে শিন্ডের শিবেরের লক্ষ্যপূরণ হবে না বলেই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে উদ্ধব যে সহজে ক্ষমতা ছাড়ছেন না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রীর বাংলো বর্ষা ছেড়েছি। তবে ছাড়ছি না প্রত্যয়। আগেও দুবার বিদ্রোহীদের বিদ্রোহ চুরমার করে ক্ষমতায় ফিরেছি।  

 

Tags:

shiv sena

Maharashtra Crisis

disqualification rebel mlas

 Eknath shinde

 mumbai