BJP: অশ্বিনী-যাদব জুটির কেরামতি, মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি জোট
মহারাষ্ট্রে বিজেপির জয়ের দুই কাণ্ডারি ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণব। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra Election) সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি (BJP) জোট। ধরাশায়ী বিরোধী মহাবিকাশ অঘাড়ী শিবির। মহারাষ্ট্রে ২৮৮টির মধ্যে ২২১টি আসনে এগিয়ে রয়েছে শিন্ডেসেনা-বিজেপি-এনসিপি (অজিত)-র ‘মহাযুতি’। জোটে বিজেপি একাই ১২৫টি আসনে এগিয়ে। মারাঠাভূমে বিজেপির এই জয়ের নেপথ্য কারিগর হলেন দুই শীর্ষ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এবং আশ্বিনী বৈষ্ণব। গত ১০ নভেম্বর মুম্বইয়ের জনসভায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী (Maharashtra Election) প্রতিশ্রুতি ঘোষণা করছিলেন তখন মঞ্চে নয়, দর্শকাসনে বসেছিলেন এই দুই নেতা। রাজ্য নেতাদের আসন ছেড়ে দিয়ে গোপনে পরিকল্পনা করছিলেন মানুষের মন জেতার। সেই কাজে আপাতত ১০০ শতাংশ সফল তাঁরা।
মহারাষ্ট্র নির্বাচনের (Maharashtra Election) দায়িত্বপ্রাপ্ত বিজেপির (BJP) দুই শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদব এবং আশ্বিনী বৈষ্ণব খুব কম কথা বলেন। পর্দার আড়ালে থেকে কাজ করাই তাঁদের স্বভাব। তাঁরা মুম্বইয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়েছেন। মাটিতে থেকে কাজ করেছেন তৃণমূল স্তরে। দলের আভ্যন্তরীণ বিবাদ মেটাতে তাঁরা ছিলেন সদা সক্রিয়। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির খারাপ ফলের পরই শীর্ষ নেতৃত্ব এই দুই নেতাকে রাজ্যে দলের দায়িত্ব দেন। সেখান থেকেই দলকে সাজান তাঁরা। ওবিসি ভোটারদের একত্রিত করা, কৃষকদের জন্য ঋণ মকুবের প্রতিশ্রুতি, 'লাডলি বেহেন' স্কিম মারাঠাভূমে জনমানসে প্রভাব ফেলে।
আরও পড়ুন: পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, সাগরে নিম্নচাপের পরিস্থিতি! কী বলছে হাওয়া অফিস?
এই 'কৌশলী' যুগল – যাদব এবং বৈষ্ণব – এর আগে মধ্যপ্রদেশে বিজেপির (BJP) জয় নিশ্চিত করে। বিগ স্টেট উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত করার পর থেকেই যাদব দীর্ঘদিন ধরে নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত। অন্যদিকে, বৈষ্ণব মহারাষ্ট্রের (Maharashtra Election) মতো বড় রাজ্যে বিজেপির কৌশল বাস্তবায়ন এবং মধ্যপ্রদেশে বিজেপির জয়ের পর সাংগঠনিক কাজে নিজের দক্ষতা দেখিয়েছেন। এই একই কৌশলী দলটি মধ্যপ্রদেশে গত বছর নির্বাচনের দায়িত্বে ছিলেন। তাঁদের যাদুকাঠিতেই ২৩০ আসনের মধ্য থেকে ১৬৩টি আসনে বিজয়ী হয়ে মধ্যপ্রদেশে সরকার গঠন করে বিজেপি। একই দলটি পরে মহারাষ্ট্রের নির্বাচনে (Maharashtra Election) দায়িত্ব পান। ফের নিজেদের দক্ষতা দেখালেন এই জুটি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।