img

Follow us on

Sunday, Jan 19, 2025

Maharashtra speaker election: মহারাষ্ট্রে ফের জয় টিম শিন্ডের, স্পিকার পদে বিজেপির রাহুল  

উদ্ধব ঠাকরের প্রার্থী শিবসেনা বিধায়ক রজন সালভি পেয়েছেন...

img

মহারাষ্ট্র বিধানসভা। ফাইল ছবি

  2022-07-03 15:10:26

মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপির (BJP) রাহুল নরওয়েকার (Rahul Narwekar)। রবিবার সকালে ভোটাভুটিতে ১৬৪টি ভোট পেয়ে স্পিকার (Speaker) নির্বাচিত হন তিনি। মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়েও ঢের বেশি ভোট পেয়েছেন রাহুল। উদ্ধব ঠাকরের প্রার্থী শিবসেনা (Shiv Sena) বিধায়ক রজন সালভি পেয়েছেন মাত্র ১০৭টি ভোট।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে শূন্য হয়েছিল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদ। ইস্তফা দিয়েছিলেন কংগ্রেসের নানা পাটোলে। তারপর থেকে স্পিকারের কাজ সামলাচ্ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। এদিন স্পিকার নির্বাচনের পর পূরণ হল সেই শূন্যস্থান। মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মতানৈক্যের জেরে বিদ্রোহ ঘোষণা করেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তার জেরে গত বুধবার মুখ্যমন্ত্রিত্ব পদে ইস্তফা দেন উদ্ধব। ওই পদে বসেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। রবিবার হয় স্পিকার নির্বাচন। হয় ভোটাভুটিও। ভোটদানে বিরত ছিলেন তিন বিভিন্ন দলের বিধায়ক। এদিকে হুইপ জারি করেছিল শিবসেনা। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। বরং অনেক বেশি ভোট পেয়ে বিজেপির রাহুল পরাস্ত করেন শিবসেনার স্পিকার পদপ্রার্থীকে। রাহুলও এক সময় শিবসেনায় ছিলেন। ঘনিষ্ঠ ছিলেন আদিত্য ঠাকরের। ২০১৪ সালে বিধানসভা ভোটে টিকিট না পেয়ে ক্ষোভে ত্যাগ করেন শিবসেনা-সঙ্গ। পরে যোগ দেন এনসিপিতে। তারও পরে বিজেপিতে। সেখানেই হল বাজিমাত।

আরও পড়ুন : গুয়াহাটির হোটেলে ৮ দিন আস্তানা, ৭০ লক্ষের বিল মিটিয়েছে শিন্ডে-বাহিনী?

এদিকে, রাহুলের জয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। শিবসেনার ১৬ জন বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ক্ষমতা চলে এল স্পিকারের হাতে। গত মাসে ডেপুটি স্পিকার নরহরি এই ১৬ জনের বিরুদ্ধে বিধায়ক পদ খারিজের জন্য পদক্ষেপ করেছিলেন। নবনির্বাচিত স্পিকার সেই আবেদন প্রত্যাহার করতে পারেন। শিবসেনার শিন্ডে বাহিনীকে আদৌ আসল শিবসেনা হিসেবে চিহ্নিত করা যায় কিনা, সেই ক্ষমতাও থাকছে স্পিকারের হাতে। রাত পোহালেই আস্থা ভোট। এদিন স্পিকার নির্বাচনে বিপুল ভোটে জয় প্রত্যাশিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।

আরও পড়ুন : ডামাডোলের বাজারেও ঢালাও অর্থ-প্রস্তাব মঞ্জুর, মহারাষ্ট্রে হচ্ছেটা কী?আরও পড়ুন : গুয়াহাটির হোটেলে ৮ দিন আস্তানা, ৭০ লক্ষের বিল মিটিয়েছে শিন্ডে-বাহিনী?

Tags:

shiv sena

Maharashtra

NCP

speaker election

bjps

Rahul narwekar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর