Talaq: স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্ত্রীর কঠোর শাস্তি, অভিযোগ গড়াল থানায়
প্রতীকী ছবি (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বসের সঙ্গে ২৮ বছরের স্ত্রীকে শারীরিক সম্পর্ক করতে জোর করেছিলেন ৪৫ বছরের সোহেল শেখ। কিন্তু, প্রস্তাবে রাজি না হওয়ায় স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। এই ঘটনার পরেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) কল্যাণে।
নির্যাতিতা বধূ (Maharashtra) পুলিশকে জানিয়েছেন, চলতি বছর জানুয়ারি মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যুবকের এটি দ্বিতীয় বিয়ে। ৪৫ বছর বয়সি সোহেল পেশায় ইঞ্জিনিয়ার। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের কয়েক মাস পরেই সোহেল জানান, প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিতে চান। তার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তখন থেকেই তরুণীর পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতেন সোহেল। প্রথম স্ত্রীকে দেওয়ার জন্য দ্বিতীয় স্ত্রীর পরিবারের কাছ থেকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা চেয়েছিলেন। টাকা না পেলে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আসতে দেবেন না বলে হুমকি দেন। দাবি না মানলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
অফিসের বসের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে স্ত্রীকে বারবার জোর করেছিলেন সোহেল। তাতেও রাজি হননি ওই মহিলা। একটি পার্টিতে গিয়েও বসের সঙ্গে সহবাসের জন্য জোর করেন তাঁকে। বারবার স্ত্রীর থেকে 'না' শুনেই মেজাজ হারান সোহেল। এরপর তরুণীকে বেধড়ক মারধর করেন। ৫ ডিসেম্বর ওই বধূ বাড়িতে এলে তাঁদের মধ্যে শুরু হয় অশান্তি। সোহেল তাঁকে বাড়ি থেকে বের করে দেন এবং তিন তালাক (Talaq) দিয়ে দেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৫ (২), ৩৫১ (২), ৩৫১ (৩) এবং ৩৫২ সেই সঙ্গে মুসলিম নারী (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এর প্রাসঙ্গিক ধারাগুলি যুক্ত করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।