img

Follow us on

Friday, Nov 22, 2024

Mallikarjun Kharge: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি...’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

এই ধরনের ভাষার ব্যবহার হাউস এবং দেশবাসীর পক্ষে অপমানজনক...

img

ফাইল ছবি।

  2022-12-20 17:27:22

মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিজেপির (BJP) একটি কুকুরও প্রাণ দেয়নি...’। কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) এহেন মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্যসভা। রাজ্যসভার অধিবেশন চলাকালীনই ক্ষমা চাইতে হবে কংগ্রেসে প্রেসিডেন্টকে, মঙ্গলবার এই দাবি তোলে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, গোটা দেশের সামনে ক্ষমা চাইতে হবে মল্লিকার্জুন খাড়গেকে। তিনি বলেন, দেশের স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন কংগ্রেস পার্টি তুলে দেওয়া হোক। গোয়েল বলেন, মহাত্মা কেন বলেছিলেন তার জ্বলজ্যান্ত প্রমাণ হলেন মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, যেভাবে তিনি (খাড়গে) বাজে শব্দ প্রয়োগ করেছেন, সেটা তাঁর চিন্তাভাবনা এবং হিংসার প্রকাশ। তাঁর দলকে লোকে গ্রহণ না করায় তিনি হিংসা করতেই পারেন। তবে এই ধরনের ভাষার ব্যবহার হাউস এবং দেশবাসীর পক্ষে অপমানজনক।

খাড়গে বলেন...

সোমবার ভারত জোড় যাত্রায় যোগ দিতে আলওয়ারে যান কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে তিনি (Mallikarjun Kharge) বলেন, দেশের জন্য বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি। কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। স্বাধীনতা এনে দিয়েছে। তিনি বলেন, যাদের কুকুরও দেশের জন্য প্রাণ দেয়নি, তারা সরব। আমরা কিছু করলেই তা দেশ বিরোধী বলা হচ্ছে। খাড়গে বলেন, আমাদের দুই প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন। এদিনের বক্তৃতায় ভারত-চিন প্রসঙ্গও টানেন খাড়গে। বলেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য কংগ্রেসের সকলে আছেন। আমরা এক সঙ্গে দেশকে রক্ষা করব। এর পরেই তিনি বলেন, কেন চিন নিয়ে বারবার অবস্থান বদলাচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

কংগ্রেস প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরেই খাড়গের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিজেপি। বিজেপি সদস্যদের সমবেত প্রতিবাদে উত্তাল হয় রাজ্যসভা। তার পরেও নিজের অবস্থানে অনড় থাকেন খাড়গে। তিনি বলেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আপনি তাঁদের ক্ষমা চাইতে বলছেন? খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্যের জেরে রাজ্যসভা যখন কার্যত উত্তাল, তখন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় বলেন, দেশের ১৩৫ কোটি মানুষ আমাদের উপহাস করছেন। তাঁরা ভাবছেন, আমরা কত নীচে নেমে গিয়েছি!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

Tags:

bjp

congress

Bengali news

Mallikarjun kharge

dog row


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর