img

Follow us on

Wednesday, Dec 18, 2024

Manipur: মণিপুরে বিদ্রোহীদের ডেরায় মিলল স্টারলিঙ্ক ডিশ-রাউটার! কী বললেন ইলন মাস্ক?

Elon Musk Starlink: “ভারতে স্টারলিঙ্ক স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে”, বিতর্ক দানা বাঁধতেই সাফাই ইলন মাস্কের...

img

মণিপুরে মিলল স্টারলিংক ডিশ-রাউটার (বাঁদিকে), কী বললেন ইলন মাস্ক (ডানদিকে)? সংগৃহীত ছবি।

  2024-12-18 14:15:11

মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের (Manipur) ইম্ফল পূর্ব জেলায় একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে উদ্ধার হল স্টারলিঙ্ক সদৃশ ডিশ ও রাউটার। এ ছাড়াও স্নাইপার রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে। মণিপুরে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। তার মধ্যেও বিদ্রোহীদের ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহের সম্ভাবনায় বাড়ছে উদ্বেগ।

স্টারলিঙ্ক ডিভাইস নিয়ে সংশয় (Manipur)

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক জাতীয় ডিভাইস উদ্ধারের পর সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে যে কীভাবে এই ডিভাইসটি উত্তর-পূর্বের এই রাজ্যে পৌঁছল। জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর ইম্ফল পূর্বে তল্লাশি অভিযান চালানো সময় এই সব জিনিস উদ্ধার হয়। যেহেতু স্টারলিঙ্ক ভারতে পরিচালনার জন্য লাইসেন্স পায়নি। তাই এটি আসল স্টারলিঙ্ক ডিভাইস কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

কী বললেন ইলন মাস্ক?

স্টারলিঙ্ক হল ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর মালিকানাধীন। এটি পৃথিবীর প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইট কনস্টেলেশন। লো আর্থ অরবিটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে এটি। তবে, এর পরিষেবা মেলে কেবল সেই দেশগুলোতেই, যেখানে পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। স্টারলিঙ্ক ডিভাইস বলে যে ডিশটি দাবি করা হয়েছে এবং রাউটার সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তা সত্য নয় বলে দাবি করেছেন খোদ ইলন মাস্ক। টুইট-বার্তায় টেসলা-কর্তা বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। ভারতে স্টারলিঙ্ক স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে।”

ডিমাপুরে সদর দফতর সেনাবাহিনীর স্পিয়ার কোর-এর। এক্স হ্যান্ডেলে তারা তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর ছবি পোস্ট করেছে। এই ছবিতে স্টারলিঙ্ক লোগোর ইন্টারনেট ডিভাইসও রয়েছে। এতে আরপিএফ-পিএলএর নাম লেখাও দেখা গিয়েছে। যৌথভাবে এই তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলস। মণিপুর পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে চূড়াচাঁদপুর, চান্দেল, ইম্ফল পূর্ব এবং কাংপোকপিতে।

আরও পড়ুন: ১২ বছর ধরে ১.২৫ লক্ষ রুদ্রাক্ষ ধারণ করে তপস্যা! সনাতন ধর্মের স্বার্থে সাধনা গীতানন্দ গিরির

প্রসঙ্গত, রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ) হল মেইতেই বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মির (Manipur) রাজনৈতিক শাখা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে আটটি মেইতেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এটি তার একটি। স্পিয়ার কোর আরও জানিয়েছে, তল্লাশি অভিযানে যে ২৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, তার মধ্যে রয়েছে স্নাইপার, স্বয়ংক্রিয় অস্ত্র, রাইফেল, পিস্তল, দেশীয় মর্টার, একনলা বন্দুক, গ্রেনেড, গোলাবারুদ এবং যুদ্ধের সরঞ্জাম (Manipur)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Elon Musk

bangla news

Bengali news

Manipur

news in bengali

manipur unrest

Elon Musk Starlink

Starlink


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর