img

Follow us on

Friday, Nov 29, 2024

Manipur: মণিপুরের ইম্ফলে শিথিল করা হল কারফিউ, ফের খুলল স্কুল-কলেজ, পড়ুয়ারা ফিরছে ক্লাসে

School: স্বাভাবিক ছন্দে ফিরছে মণিপুর, কারফিউ নিয়ে কী নির্দেশ দিল প্রশাসন?

img

মণিপুরে ফের চালু হল স্কুল-কলেজ (সংগৃহীত ছবি)

  2024-11-29 13:34:57

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অশান্তির আবহ কাটিয়ে মণিপুরের (Manipur) ইম্ফল উপত্যকা এবং জিরিবাম জেলার স্কুল ও কলেজগুলি ফের খোলা শুরু হল। শুক্রবার থেকে স্কুল-কলেজে ক্লাস নেওয়া শুরু হয়েছে। উপত্যকার জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম এবং অভিভাবকদের রাজ্যের রাজধানী ইম্ফলে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে।

কী নির্দেশে দিয়েছে শিক্ষা দফতর? (Manipur)

স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার ইম্ফল পূর্ব, ইম্ফল (Manipur) পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং, থৌবাল এবং জিরিবাম জেলায় ক্লাস পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। স্কুল খোলা প্রসঙ্গে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক কে বিকেন সিং বলেন, ‘‘আমার দুই ছেলে ইম্ফলের একটি বেসরকারি স্কুলে পড়াশুনা করে। একজন ক্লাস সিক্স, একজন ক্লাস সেভেনে পড়ে। তাদের ফাইনাল পরীক্ষা নির্ধারিত ছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। কিন্তু, পাঠ্যক্রমের কিছু অংশ এখনও শেষ হয়নি। তাই, আমরা চরম উদ্বেগে ছিলাম। স্কুলগুলি পুনরায় খোলার ফলে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ছেলেরাও স্কুল যেতে পেরে ভালো লাগবে। এটা আমাদের কাছে বড় স্বস্তির খবর।’’

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, আজ সংসদে বিবৃতি দেবেন জয়শঙ্কর

শিথিল করা হল কারফিউ!

একটি সরকারি আদেশ অনুসারে, রাজ্য সরকার (Manipur) সমস্ত পাঁচটি উপত্যকা জেলা এবং জিরিবামে শুক্রবার সকাল ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারফিউ শিথিল করার নির্দেশ দিয়েছে, যাতে মানুষজন প্রয়োজনীয় খাবার, জিনিসপত্র এবং ওষুধ কিনতে পারে। নির্দেশে বলা হয়েছে, ‘‘শিথিলের সময়ে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও জমায়েত/বসা/সমাবেশ করা যাবে না।’’ সম্প্রতি মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময়ের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি। সেই আবহেই মণিপুর ও অসমের জিরি ও বরাক নদী থেকে জিরিবামে দুই দফায় মহিলা ও শিশুসহ ছ'জনের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর ফের স্কুল-কলেজ খোলার নির্দেশ জারি করা হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Manipur

school

College

curfew


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর