মৃত জওয়ানদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জন জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। শনিবার তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
মণিপুরে চলছে উদ্ধারকাজ।
মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের নোনে জেলায় ভূমিধসে (Manipur Landslide) এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৪। নিখোঁজ ৩৮ জন। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মাটি সরালেই মিলছে নিখোঁজ ব্যক্তিদের দেহ। সেনা সূত্রে খবর, মৃতদের মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির (Territorial Army) জওয়ান। এখনও ধসের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলের কাছেই আরও একটি ধস নামার কথা জানা গিয়েছে।
বুধবার, ঘড়িতে তখন রাত দেড়টা। মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে। ধসের নিচে চাপা পড়েন সেনা, রেলকর্মী থেকে স্থানীয় বেশ কয়েকজন। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিঙের বাসিন্দা একাধিক জওয়ানের। উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। তিনি এই ধসকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা' বলে আখ্যা দেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন,"পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দু’তিনদিন লাগবে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে একটু সময় লাগবে। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।" ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
The situation in the landslide affected area of Tupul is still serious. Due to rainfall in the morning, we are expecting the bad weather to persist.
So far, 18 injured person and 25 deceased have been recovered. 38 persons are still missing.@PMOIndia pic.twitter.com/58y06Ui2Ac
উত্তর-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধস হয়। জিরিবাম - ইম্ফল নতুন লাইনের কাজের সময় টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অনেক বাসিন্দাও। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ ধসে মণিপুরে মৃত ৯ সেনা-সহ ১০ জন, চলছে উদ্ধারকাজ
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মৃত জওয়ানদের মধ্যে ৯ জন দার্জিলিংয়ের বাসিন্দা। মমতা টুইটে লিখেছেন, "মণিপুরে ধসে মৃতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা। শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।" শনিবার সকালে পাওয়া খবর অনুসারে, রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।