img

Follow us on

Thursday, Nov 14, 2024

Manipur: মণিপুরে এনকাউন্টারে জঙ্গি নিহত হওয়ার জের, জারি কার্ফু, উদ্ধার অস্ত্র, শিশুসহ ৬ জনকে অপহরণ!

Curfew: মণিপুরের জিরিবামে জারি কার্ফু, কেন জানেন?

img

মণিপুরে কার্ফু জারি (সংগৃহীত ছবি)

  2024-11-12 18:27:35

মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তেজনা ছড়াল মণিপুরে (Manipur)। সন্দেহভাজন ১০ কুকি উগ্রপন্থীর মৃত্যু হয়েছিল সেখানে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন জিরিবাম জেলায় এনকাউন্টারে তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সংঘর্ষ চলাকালীন সিআরপিএফের এক জওয়ানও আহত হন। এমন পরিস্থিতিতে জিরিবামে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে রাজ্যের সরকার। মঙ্গলবার সকালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল এবং পুলিশ ঝুঁকিপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে বলে জানা গিয়েছে।  

জারি হল নিষেধাজ্ঞা (Manipur)

সংঘর্ষের ঘটনা ঘটার পর জিরিবাম (Manipur) জেলা প্রশাসন সোমবার পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করার আদেশ জারি করেছে। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা একটি আদেশে আগ্নেয়াস্ত্র, তলোয়ার, লাঠি, পাথর বা অন্যান্য প্রাণঘাতী অস্ত্র, ধারালো জিনিস বা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমন সব কিছু বহন করা নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন জানিয়েছেন, সন্দেহভাজন বিদ্রোহীদের হত্যার প্রতিবাদে পাহাড়ের কুকি-জো সংখ্যাগরিষ্ঠ এলাকায় মঙ্গলবার ভোর ৫টা থেকে বনধ পালিত হয়েছে। শীর্ষ সূত্রের মতে, কুকিদের সিআরপিএফ সদর দফতর আক্রমণ করার পরিকল্পনা ছিল, যা স্থানীয় প্রশাসন এবং চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে। বিদ্রোহীরা লাইট মেশিনগান (এলএমজি) এবং ইনসাস রাইফেল সহ কমপক্ষে ১০০টি ভারী অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল, যেগুলি উদ্ধার করা  হয়েছে।

আরও পড়ুন: ‘বাঞ্ছারামের বাগান’ শূন্য! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র

জখম জওয়ান

বোরোবেকরাতে (Manipur) ব্যাপক গুলি বিনিময়ের সময় সিআরপিএফ কর্মীও আহত হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে ইম্ফল উপত্যকার একাধিক জায়গা থেকে নতুন হিংসার খবর পাওয়া গিয়েছে। গুলি বিনিময় হয়েছে। কুকি-জো কাউন্সিল মঙ্গলবার সকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের পার্বত্য এলাকায় সম্পূর্ণ বনধের আহ্বান জানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের তাড়ানোর জন্য অভিযান অব্যাহত ছিল এবং অসম রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের সমন্বয়ে গঠিত রিইনফোর্সমেন্ট দল ঘটনাস্থলে পৌঁছেছে।  সোমবার সন্ধ্যায় ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন গ্রাম থেকে হিংসার ঘটনা ঘটেছে, সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে।

অস্ত্র উদ্ধার

নিরাপত্তা বাহিনী মণিপুরের (Manipur) বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধার করেছে। সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহব্যাপী যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী, অসম রাইফেলস, মণিপুর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী মণিপুরের বেশ কয়েকটি জেলা থেকে ২৯টি অস্ত্র, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), গোলাবারুদ উদ্ধার করেছে। 

শিশুসহ ৬ জনকে অপহরণ

অন্যদিকে, জিরিবাম জেলায় জঙ্গি গোষ্ঠীর দ্বারা মেইতি সম্প্রদায়ের তিনজন মহিলা এবং তিনজন শিশুকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। অপহৃতদের বন্দিত্বের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যা এই অঞ্চলে উদ্বেগকে তীব্র করেছে। জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি বোরোবেকারায় এদিন সকালে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে, জিরিবামে বন্দুকযুদ্ধের পর দিন দুই মেইতেই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি এমন একটি এলাকায় পাওয়া গিয়েছে, যেখানে সন্দেহভাজন কুকি জঙ্গিরা সোমবার কয়েকটি দোকানে আগুন দিয়েছিল। দেহ দুটি সনাক্ত করা হয়েছে। তাদের নাম লাইশরাম বেলেন (৫৬) এবং মাইবাম কেশো (৭৫)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Manipur

curfew

jiribam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর