img

Follow us on

Saturday, Jan 18, 2025

Manipur: মণিপুরে ১১০ একর অবৈধ আফিম চাষ নষ্ট করেছে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

Chief Minister Viren Singh: মণিপুরে মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য, ১১০ একরে অবৈধ মাদক চাষ ধ্বংস…

img

মণিপুরে মাদক চাষ ধ্বংসের পর চিত্র। সংগৃহীত চিত্র।

  2024-12-13 12:00:11

মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) যৌথ অভিযানে উখরুল জেলার ১১০ একর অবৈধ আফিম চাষের বাগান নষ্ট করে ফেলা হয়েছে। এদিন উখরুল জেলা পুলিশ, বনবিভাগ, ১৮ অসম রাইফেল এবং রাজ্যের জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে খামাসোম পাহাড়ি অঞ্চলে বেআইনি এই চাষকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister Viren Singh) নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। এর ফলে মাদক পাচারকারীরা জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে (Manipur)

উখরুল (Manipur) পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ আফিম বাগানের মধ্যে পাওয়া ৮টি ঝুপড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে চাষের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। অনেক দিন ধরেই পুলিশ এই অবৈধ আফিম চাষের উপর নজর রেখেছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Chief Minister Viren Singh) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে নিরাপত্তাকর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, “মাদক পাচার এবং অবৈধ আফিম চাষের বিরুদ্ধে তাঁদের অক্লান্ত পরিশ্রম প্রশংসার যোগ্য।”

মাদকচক্র থেকে মুক্তি দেওয়াই লক্ষ্য

মুখ্যমন্ত্রী বীরেন সিং (Chief Minister Viren Singh) আরও বলেন, “আমাদের রাজ্যকে (Manipur) মাদকচক্র থেকে মুক্তি দেওয়াই একমাত্র প্রধান লক্ষ্য। পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা নিরলস কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। রাজ্যকে ভয় মুক্ত এবং নিরাপদে রাখাই আমাদের একমাত্র কর্তব্য। এই মাদক চাষের সঙ্গে এখনও পর্যন্ত ৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।” উল্লেখ্য এই জেলায় আগে ৭ ডিসেম্বর একই ভাবে আফিম চাষের উপর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের কাজ শুরু করা হয়েছে।

মণিপুরে বেআইনি আফিম চাষের কারবার ব্যাপকহারে চলছিল। বিজেপির অভিযোগ, আগের দীর্ঘ সময় ধরে চলমান কংগ্রেস শাসিত সরকার এই অবৈধ আফিম চাষের প্রচার প্রসার ঘটেয়েছিল। অনেক নিরাপাত্তা বিশেষজ্ঞরা মনে করেন, মণিপুরে অশান্তির মূল কারণ হল এই অবৈধ আফিম চাষের উপর কর্তৃত্ব বা অধিকার এবং অবৈধ লেনদেন।  আফিম থেকে প্রাপ্ত অর্থ নাশকতামূলক কাজে ব্যবহার করা হয় বলে জানান নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Manipur

news in bengali

illegal poppy plantation

Chief Minister Viren Singh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর