img

Follow us on

Sunday, Nov 17, 2024

Manipur Violence: অশান্ত মণিপুরে হামলা মুখ্যমন্ত্রীর বাড়িতে, ইম্ফলে জারি কার্ফু, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট

CM N Biren Singh: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা বিক্ষুদ্ধ জনতার, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী.....

img

মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও বিক্ষুদ্ধ জনতা (সংগৃহীত ছবি)

  2024-11-17 09:13:30

মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) হিংসার আঁচ পৌঁছাল মুখ্যমন্ত্রীর বাড়িতে। সে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পরে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (CM N Biren Singh) বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে বিক্ষোভ প্রতিরোধ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসও (Manipur Violence) ছুড়তে হয়। এই আবহে অশান্ত মণিপুরের ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। গুজব যাতে না ছড়ায় ঠিক সে কারণে সাত জেলাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পূর্ব, পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চূড়াচন্দপুর সহ ৭ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফস্পা  পর্যালোচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।

দেড় বছরেও কমেনি হিংসা (Manipur Violence)

২০২৩ সালের মে মাস থেকে যে হিংসা চলছে, গত দেড় বছরেও তা এতটুকু কমেনি। গত সপ্তাহ থেকে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এরপরেই নিখোঁজ হয়ে যায় আট মাসের শিশু সহ ৬ জন। প্রসঙ্গত,কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মেইতেই সম্প্রদায়ের ৮ মাসে শিশুসহ তিন জন মহিলা ও তিনজন শিশুকে অপহরণ করার। পাঁচ দিন পরে তাদেরকে হত্যা করা হয়। গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে ৬টি দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর।

হামলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর বাড়িতেও

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর (CM N Biren Singh) বাড়িতে (Manipur Violence) হামলার আগেই জিরিবাম জেলায় বিক্ষোভকারীরা ইম্ফলের ২ মন্ত্রী ও তিনজন বিধায়কের বাড়িতে হামলা করে। এরপরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জনের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

madhyom news

Manipur Violence

news in bengali

CM N Biren Singh

CM N Biren Singh House Attack


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর