Encounter: ছত্তিশগড়ে বাহিনী-মাওবাদী এনকাউন্টার, কী কী উদ্ধার হল?
ছত্তিশগড়ে বাহিনীর টহল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের (Maoists in Chhattisgarh) বিজাপুরে মাওবাদী দমন অভিযানে সাফল্য পেল বাহিনী। খতম হয়েছে ২ মহিলা সহ ৫ মাওবাদী। এদিকে, মাওবাদীদের আইইডি বিস্ফোরণে দুজন পুলিশকর্মী আহত হয়েছেন। কুক্র থানা এবং জেলা রিজার্ভ গার্ডের একটি দল এলাকায় টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহতদের বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম জওয়ানরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ছত্তিশগড়ের (Maoists in Chhattisgarh) বিজাপুর জেলায় রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে পাঁচ মাওবাদী খতম হয়েছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদবের মতে, "নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ৫ মাওবাদী নিহত হয়েছে। ২ জন মহিলা মাওবাদী এবং ৩ জন পুরুষ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর বাড়ির সকলে যায় সিঙ্গাপুর-আমেরিকা’, স্যালাইনকাণ্ডে মমতাকে তোপ শুভেন্দুর
এনকাউন্টারের বিবরণ শেয়ার করে এসপি জিতেন্দ্র যাদব বলেন, ‘‘১১ জানুয়ারি বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকার মাদদেদ থানার অধীন বন্দেপাড়া- কোরেনজেদ জঙ্গলে মাওবাদীদের (Maoists in Chhattisgarh) উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, একটি নিরাপত্তা বাহিনীর দল গিয়েছিল। মাওবাদী বিরোধী অভিযানে। অপারেশন চলাকালীন রবিবার সকালে বান্দেপাড়া-কোরেঙ্গেড় জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা বিকাল ৩-৪ টা পর্যন্ত চলে।’’ জানা গিয়েছে, এনকাউন্টারের পর তল্লাশি অভিযানের সময় দুই মহিলা সহ নিহত মাওবাদীদের পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়। সকলেই ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে একটি এসএলআর রাইফেল, একটি ১২ বোরের রাইফেল, দুটি ওয়ান শটার রাইফেল, একটি বিজিএল লঞ্চার এবং একটি স্থানীয়ভাবে তৈরি ভারমার বন্দুক, বিস্ফোরক, মাওবাদী সাহিত্য এবং অন্যান্য মাওবাদী উপকরণ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর আট জওয়ানের মৃত্যু হয়েছিল। এ বার জানা গেল, নিহত আট জনের মধ্যে পাঁচ জনই ছিলেন প্রাক্তন মাওবাদী নেতা! আত্মসমর্পণের পর বছর দুয়েক আগে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডে যোগ দিয়েছিলেন তাঁরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।