img

Follow us on

Sunday, Jan 19, 2025

Chandigarh Airport: শহিদ ভগৎ সিং- এর নামে চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ, জারি হল নোটিস

২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং- কে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরের নাম বদলের কথা ঘোষণা করেছিলেন।

img

চণ্ডীগড় বিমানবন্দর

  2022-11-07 22:11:46

মাধ্যম নিউজ ডেস্ক: চণ্ডীগড় বিমানবন্দরের (Chandigarh International Airport) নাম বদলে শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর (Shaheed Bhagat Singh International Airport) করার নোটিস জারি করল অসামরিক বিমান যোগাযোগ মন্ত্রক (Ministry of Civil Aviation)। ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরের নাম বদলের কথা ঘোষণা করেছিলেন।

'মন কী বাত'- রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর ২৮ সেপ্টেম্বর৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন ৷ সেই দিনে আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি ৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের এ বার থেকে নামকরণ হবে শহিদ ভগৎ সিং-এর নামে৷" গত ২৮ শে সেপ্টেম্বর শহিদ ভগৎ সিং- এর ১১৫তম জন্মদিবস পালিত হয়েছে পাঞ্জাবে। আর তারপরেই এই সিদ্ধান্ত।

হরিয়ানার বিজেপি সরকার ২০১৬ সালে যখন নাম বদলের সিদ্ধান্ত নেয়, তখন তাতে বাধ সেধেছিল পাঞ্জাব। বিমানবন্দরটির টার্মিনাল ভবন রয়েছে পাঞ্জাবের মোহালিতে। তাই পাঞ্জাব দাবি করেছিল, মোহালি বিমানবন্দর নাম দেওয়া হোক। ২০১৭ তে সেই ইস্যু নিয়ে বিতর্ক হয় রাজ্যসভাতেও। ৪৮৫ কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর তৈরি হয়েছিল রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে।

আরও পড়ুন: নবদ্বীপের রাসে রয়েছে হরেক কাহিনী! জানেন সেই গল্প? 

অসামরিক বিমান যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, "দ্রুততার সঙ্গে চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে।" সাধারণত, শহরের নামেই নামকরণ করা হয় বিমানবন্দরগুলির। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিমানবন্দরগুলির নাম বদল করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে সেই রাজ্যের বিধানসভায় পাশ করা হয় এই প্রস্তাব। এটি মূলত একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু চণ্ডীগড় বিমান বন্দরের ক্ষেত্রে নাম বদলের প্রক্রিয়ার সময় কমিয়ে এনেছে কেন্দ্র। ২০৩০ সালের মধ্যে দেশে ২২০টি বিমানবন্দর থাকবে। এমনই পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

 

Tags:

Chandigarh International Airport

Ministry of Civil Aviation

Shaheed Bhagat Singh International Airport


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর