img

Follow us on

Saturday, Oct 26, 2024

Space Start Up: ৩০-৩৫টি স্পেস স্টার্টআপ চালু করতে ১০০০ কোটি টাকার তহবিল গঠন মোদি সরকারের

Modi Government: ‘‘আমাদের মূল লক্ষ্য হবে স্টার্টআপগুলিকে বাণিজ্যিকীকরণ পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া’, বললেন অশ্বিনী বৈষ্ণব...

img

দেশে এই মুহূর্তে ২৫০টি মতো স্পেস স্টার্টআপ রয়েছে (প্রতীকী ছবি)

  2024-10-25 17:57:25

মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ থেকে ৩৫টি স্পেস স্টার্টআপ চালু করার জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করল মোদি সরকার (Modi Government)। বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য হবে স্টার্টআপগুলিকে (Space Start Up) বাণিজ্যিকীকরণ পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনও স্টার্টআপের প্রথম দিকটাই সবচেয়ে জটিল হয় এবং এই সময়ে স্টার্টআপগুলিকে লালন পালন করলে, তারা এগিয়ে যায় এবং সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।’’ জানা গিয়েছে, যে তহবিল কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, সেখান থেকে প্রতিটি স্টার্টআপ ১০ কোটি থেকে ৬০ কোটি টাকার মধ্যে সহায়তা পাবে। এই অনুদানের মাধ্যমে স্টার্টআপগুলির উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার (Modi Government)।

দেশে এই মুহূর্তে ২৫০টি মতো স্পেস স্টার্টআপ (Space Start Up) রয়েছে

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ সারা বিশ্বের নিরিখে মহাকাশ গবেষণায় একটি বড় জায়গা তৈরি করতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে মহাকাশ খাতে ব্যয় করা হয় ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, এরই পরিমাণ বাড়িয়ে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার করা হবে বলে শোনা যাচ্ছে। ২০২০ সাল থেকেই মহাকাশ গবেষণায় ভারত উদারীকরণের পথ নেয়। জানা গিয়েছে, দেশে এই মুহূর্তে ২৫০টির মতো স্পেস স্টার্টআপ রয়েছে।

কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরিরও সুযোগ তৈরি হবে

প্রসঙ্গত, সরকার যে এমন উদ্যোগ নিতে চলেছে, তা চলতি বছরের বাজেট অধিবেশনেই ঘোষণা করা হয়েছিল। এর মাধ্যমে কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরিরও সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই তহবিলের মাধ্যমে মহাকাশ স্টার্টআপগুলি (Space Start Up), স্যাটেলাইট প্রযুক্তি, তার উৎক্ষেপণের পাশাপাশি আরও অন্যান্য বিষয়ে গবেষণা চালাতে পারবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, ‘‘অন্যান্য দেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে ধরনের ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, আমাদের এমন পদক্ষেপ (Space Start Up) তারই সমতুল্য।’’

কী বলছেন ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের ডিজি?

ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের ডিজি লেফটেন্যান্ট জেনারেল একে ভাট বলেন, ‘‘এই মুহূর্তে শিল্পের অন্যতম প্রধান প্রয়োজনীয়তা হল আর্থিক সহায়তা। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় সরকারের এমন তহবিল, শুধুমাত্র ভারতীয় মহাকাশ ইকোসিস্টেমের বিকাশ ঘটাতে সাহায্য করবে না, একই সঙ্গে অন্যান্য বিনিয়োগকারীরাও এই সেক্টরটিকে বিনিয়োগক্ষেত্র হিসেবে বেছে নেবেন এবং ধীরে ধীরে ভারতের মহাকাশ গবেষণা আরও সাফল্যের মুখ দেখবে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

madhyom news

news in bengali

modi Governmen

space start ups

Union Information and Broadcasting Minister Ashwini Vaishnaw

Indian Space Association


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর