img

Follow us on

Saturday, Jan 04, 2025

Modi Government: মহিলা ক্ষমতায়নে নয়া প্রকল্প মোদি সরকারের, ৩৮০০ কিশোরীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

Woman Empowerment: মহিলাদের কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘ডোর টু ডোর পাইলট প্রজেক্ট’ কেন্দ্রের...

img

কিশোরীদের জন্য নতুন প্রকল্প সরকারের। ফাইল চিত্র

  2025-01-02 10:04:54

মাধ্যম নিউজ ডেস্ক: নারী ক্ষমতায়নের (Woman Empowerment) বিশেষ বার্তা দিতে চলেছে তৃতীয় বার ক্ষমতায় আসা মোদি সরকার (Modi Government)। মহিলা ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিতে গোটা দেশে নানা প্রকল্প আনা হয়েছে। এবার মহিলাদের মধ্যে স্বনির্ভরতার হার বাড়াতে ‘ডোর টু ডোর পাইলট প্রজেক্ট’ আনছে কেন্দ্র। ইচ্ছুক কিশোরীদের দক্ষতা অর্জনের সুযোগ দিতে চলেছে মোদি সরকার (Modi Government)। দেশের অর্থনীতিতে লিঙ্গ সমতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। মহিলাদের শ্রমশক্তির হার বাড়ানোই কেন্দ্রের লক্ষ্য।

নারী কল্যাণে সরকারের নয়া উদ্যোগ

এর আগেও একাধিকবার মোদি সরকার (Modi Government) নারী সুরক্ষা, নারী অগ্রাধিকার কর্মসূচির উপর জোর দিয়েছে। পুরুষদের সঙ্গে একই সারিতে নারীদেরও এগিয়ে রাখতে একাধিক জাতীয় কর্মসূচির পাশাপাশি বহু সামাজিক প্রকল্প আনা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে আনা হয়েছে নয়া আইনও। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের প্রচারের মুখ হিসেবে তুলে ধরেছে কেন্দ্র। এবার দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক (MSDE) এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক (MWCD) একসঙ্গে একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে।  ১৯টি রাজ্যের ২৭টি জেলায় ৩৮০০ কিশোরীকে প্রাথমিক ভাবে এই প্রকল্পের আওতায় আনা হবে। এই মেয়েরা আইটি, হসপিটালিটি, এবং গ্রিন জবস-সহ অপ্রচলিত সেক্টরে কাজের দক্ষতা অর্জন করবে (Modi Government)।

আরও পড়ুন: পাহাড়কেও হার মানাচ্ছে পুরুলিয়া! নতুন বছরে শীতের এই আমেজ চলবে কতদিন?

প্রকল্পের খুঁটিনাটি

প্রতিভাসম্পন্ন মেয়েদের উৎসাহিত করতে সরকারের (Modi Government) তরফে নানা ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত কিশোরীদের জন্য থাকা-খাওয়ার খরচ বহন করবে সরকার। যাতায়াত ভাতা, চাকরির পর একটি স্টাইপেন্ডের ব্যবস্থাও করা হবে। এই প্রকল্পে প্রশিক্ষণের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্যের যত্ন, সুস্থতা এবং কেরিয়ার সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের (Modi Government) তরফে প্রতিটি জেলায় কিশোরীদের চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পে নির্বাচিত চাকরির মধ্যে রয়েছে নন-ক্লিনিক্যাল কেয়ারটেকার, প্লে স্কুল ফ্যাসিলিটেটর, সহকারী ক্রেশ কেয়ারটেকার, এবং কেয়ার হোম সুপারভাইজার। প্রতিটি কাজের জন্য ৩২ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন (Woman Empowerment), মহিলা শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।” প্রাথমিক পর্যায়ে এই প্রকল্প সফল হলে এটি আরও জেলা ও রাজ্যে সম্প্রসারিত করা হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Modi Government

woman empowerment

Female Labour Force

Participation rate

Ministry of Skill Development and Entrepreneurship

Women Employees Ministry of Women And Chid Development


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর