RSS: “জনসংখ্যা বৃদ্ধি না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে”, বললেন ভাগবত...
জনসংখ্যার ভারসাম্য বজায় থাকলে সমাজও স্থিতিশীল থাকবে, বললেন মোহন ভাগবত।
মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারতীয় পরিবারগুলিকে কমপক্ষে তিন সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। জন্মহার ২.১ এর নীচে নেমে গেলে কোনও জাতির অবলুপ্তি ঘটে। এমনই নাকি দাবি করা হয়েছে গবেষণায়। তাই তিন সন্তান নেওয়ার পরামর্শ সরসংঘ চালকের।
নাগপুরে আয়োজিত এক সভায় আরএসএস প্রধান বলেন, “জনসংখ্যা বৃদ্ধি না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।” তিনি বলেন, “জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বলছে, কোনও জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১ এর নীচে নেমে গেলে সেই সমাজের অবলুপ্তি ঘটে। এ জন্য বাইরে থেকে কোনও আক্রমণের প্রয়োজন নেই। একা একাই ধ্বংস হয়ে যাবে ওই জাতি। এর আগেও বহু ভাষা ও সভ্যতা এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে।” তিনি বলেন, “সেই জন্য জনসংখ্যা বৃদ্ধির হার কখনওই ২.১ এর কম হওয়া উচিত নয়।”
ভারতের জনসংখ্যা নীতির প্রসঙ্গ টেনে ভাগবত বলেন (Mohan Bhagwat), সেখানেও বলা হয়েছে কোনও জাতির জন্মহার ২.১ এর নীচে নামা উচিত নয়। তাই প্রত্যেক পরিবারের উচিত দুইয়ের বেশি অর্থাৎ কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়া। জনসংখ্যার ভারসাম্য বজায় থাকলে সমাজও স্থিতিশীল থাকবে। ভাগবতের আগেও একাধিক সন্তানের জন্ম দেওয়ার নিদান দিয়েছেন অনেকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পর এবার সেই একই সুর শোনা গেল সরসংঘ চালকের (Mohan Bhagwat) মুখে।
আরও পড়ুন: “বিরোধী দল ভোটব্যাংকের রাজনীতি করে”, কংগ্রেসকে তোপ গিরিরাজের
বছর চারেক আগেও জনসংখ্যা নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। সেবার তিনি সওয়াল করেছিলেন দুই সন্তান নীতির পক্ষে। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয় বিতর্ক। পরে সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে (RSS) ভাগবত বলেছিলেন, “ভারতের অবিলম্বে উচিত একটি সুচিন্তিত জনসংখ্যা নীতি চালু করা (Mohan Bhagwat)।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।