২০২০ সালের মে মাসে করোনভাইরাস মহামারীর পরে ব্যবসায় মন্দার কারণে ফুড ডেলিভারি অ্যাপটি প্রায় ৫২০ জন কর্মী ছাঁটাই করেছিল।
জোম্যাটো
মাধ্যম নিউজ ডেস্ক: ফের কর্মী ছাঁটাই শুরু করেছেন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো (Zomato)। বিভিন্ন বিভাগ থেকে ছাঁটাই (Zomato Layoffs) করা হচ্ছে কর্মীদের। বহু কর্মীকে তারা ইস্তফা দিতে বলেছে। জানা গিয়েছে, যে এই পর্বে প্রায় ৩ শতাংশ অর্থাৎ প্রায় দেড়শো কর্মীর চাকরি যাবে। উচ্চ পদস্থ কর্মীরাও প্রভাবিত হবে এই ছাঁটাইয়ে। প্রযুক্তি, পণ্য এবং বিপণন-সহ অন্য বিভাগগুলি এই কর্মী ছাঁটাইয়ে প্রভাবিত হয়েছে। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন এটি নিয়মিত মূল্যায়নের একটি অংশ মাত্র। তিনি বলেন, "আমাদের কর্মশক্তি ৩ শতাংশের নিচে ছাঁটাই করা হচ্ছে। এটি একটি নিয়মিত পারফরম্যান্স-ভিত্তিক প্রক্রিয়া। এর বেশি কিছু নয়।"
সম্প্রতি পদত্যাগ করেছেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত (Mohit Gupta Zomato)। স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে সংস্থা। গত সাড়ে চার বছর ধরে জোম্যাটোর সঙ্গে যুক্ত ছিলেন মোহিত। তবে এই প্রথম নয়, মোহিত গুপ্তর পদত্যাগের আগে প্রাক্তন আধিকারিক রাহুল গাঞ্জু ও সিদ্ধার্থ ঝাওয়ার কোম্পানি থেকে পদত্যাগ করেছিলেন। মোহিত গুপ্ত ২০১৮ সালে এই সংস্থায় যোগ দেন। ২০২১ সালে তিনি সহপ্রতিষ্ঠাতা হিসাবে সংস্থার দায়িত্ব নেন। জোম্যাটোতে যোগ দেওয়ার আগে মোহিত গুপ্ত ভ্রমণ পোর্টাল মেক মাই ট্রিপ-এর চিফ অপারেটিং অফিসার (COO) ছিলেন।
আরও পড়ুন: জেলেই স্নানের সময় ড্রাম থেকে জল তুলে গায়ে ঢেলে দেওয়ার লোকের বায়না ধরলেন পার্থ
মোহিত গুপ্ত তার বিদায়ী নোটে বলেছেন, ''সাড়ে চার বছর আগে আমি সেরা ফুডটেক কোম্পানি তৈরি করতে দীপেন্দর গোয়েলের সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমি শুধু বলতে পারি যে, মহামারী ও কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও আমরা একটি বড় ও লাভজনক কোম্পানি তৈরি করতে পেরেছি।'' মোহিতের উদ্দেশ্যে দীপেন্দ্র গোয়েল প্রশংসা করে বলেন, "আপনি এখানে একটি দুর্দান্ত কাজ করেছেন, কোম্পানিকে লাভের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমি গুপ্তকে মিস করব।"
২০২০ সালের মে মাসে করোনা ভাইরাস মহামারীর পরে ব্যবসায় মন্দার কারণে ফুড ডেলিভারি অ্যাপটি প্রায় ৫২০ জন কর্মী ছাঁটাই করেছিল। যা ছিল মোট কর্মী সংখ্যার ১৩%। এই মুহূর্তে শেষ ছাঁটাইয়ের পরে ৩,৮০০ কর্মী রয়েছে সংস্থাটির।
স্টার্টআপ এবং প্রযুক্তি শিল্প করোনার পরে উভয়ই আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাজন, মেটা এবং ট্যুইটার-সহ বড় প্রযুক্তি সংস্থাগুলি বিশ্বব্যাপী কয়েক হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে। ট্যুইটারের নতুন ইলন মাস্ক আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।