img

Follow us on

Saturday, Jan 18, 2025

MUDA Case: মুডা মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তলব লোকায়ুক্তের

Siddaramaiah: মুডা কেলেঙ্কারিতে তলব সিদ্দারামাইয়াকে, ঘোর বিপাকে কর্নাটক কংগ্রেস...

img

সিদ্দারামাইয়াকে তলব লোকায়ুক্তের। ফাইল ছবি।

  2024-11-04 21:13:07

মাধ্যম নিউজ ডেস্ক: মাইসুরু শহর উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে মুডা কেলেঙ্কারি (MUDA Case) মামলায় এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়াকে (Siddaramaiah) তলব করল লোকায়ুক্ত। বুধবার, ৬ নভেম্বর তাঁকে লোকায়ুক্ত পুলিশের কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমন পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মাইসুরু লোকায়ুক্ত মুডা সম্পর্কিত একটি নোটিশ জারি করেছে। আমি ৬ নভেম্বর মাইসুরু লোকায়ুক্তে যাব।”

মুখ্যমন্ত্রীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ (MUDA Case)

গত ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতী বিএমকে জিজ্ঞাসাবাদ করে লোকায়ুক্ত। এই মামলায় নাম জড়িয়েছে তাঁরও। এক প্রবীণ লোকায়ুক্ত সংবাদ মাধ্যমে বলেন, “আমরা তাঁকে বুধবার (৬ নভেম্বর) সকালে হাজির হতে বলেছি।” মুডা কেলেঙ্কারি মামলায় এফআইআর দায়ের হয়েছে সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী, ভগ্নিপতি মল্লিকার্জুন স্বামী এবং দেবরাজুর বিরুদ্ধে। এই মল্লিকার্জুনই জমি কিনে পার্বতীকে উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয় লোকায়ুক্ত পুলিশের মাধ্যমে।

অর্থ তছরুপ মামলায়ও নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর 

এর আগে মুডার (MUDA Case) প্রাক্তন কমিশনার ডিবি নটেশকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অর্থ তছরুপ মামলায় নাম জড়িয়েছে তাঁর। ওই মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারও। মামলা দায়ের হয়েছে তাঁর পরিবার ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধেও। জানা গিয়েছে, মাইসুরুর কাসারে গ্রামে ৩.১৬ একর জমির ক্ষতিপূরণে এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ। এই জমির আইনি নথি পার্বতীর কাছে ছিল না বলেও অভিযোগ (MUDA Case)। কর্নাটক বিজেপির অভিযোগ, টাকার অঙ্কে কেলেঙ্কারি হয়েছে প্রায় চার হাজার কোটি টাকার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

আরও পড়ুন: “এই জোট অনুপ্রবেশকারীদের জোট", ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় তোপ মোদির

তথ্যের অধিকার কর্মী স্নেহময়ী কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলা। অগাস্টে রাজ্যপাল থাবরচন্দ গহলৌত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিচার শুরুর অনুমোদন দিয়েছিলেন। কর্নাটক হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে এমপি-এমএলএ আদালতে ফেরত পাঠায়। পরে বেঙ্গালুরুর বিশেষ এমপি-এমএলএ আদালত অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেয় মাইসুরু লোকায়ুক্ত পুলিশকে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতীকে অধিগৃহীত জমির তুলনায় অনেক বেশি মূল্যের গুরুত্বপূর্ণ ও ভালো জমি ক্ষতিপূরণ বাবদ পাইয়ে (Siddaramaiah) দিয়েছেন মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষ (MUDA Case)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

siddaramaiah

news in bengali    

muda

MUDA Case

lokayukta summons siddaramaiah

lokayukta


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর