img

Follow us on

Sunday, Jan 19, 2025

Droupadi Murmu: খ্যাতির বিড়ম্বনা! দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্টে ছেয়ে গেছে ট্যুইটার

ট্যুইটারে সার্চ করলে একশোর বেশি ভুয়ো অ্যাকাউন্ট দেখতে পাওয়া যাচ্ছে।

img

দ্রৌপদী মুর্মু

  2022-06-28 17:07:10

মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) প্রার্থী করেছে এনডিএ (NDA) জোট। কিছুদিন আগেই তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে মেয়াদ সম্পূর্ণ করেছেন। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Elections)। প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷  দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হওয়ার পর থেকে তিনি এখন খবরের শিরোনামে।

আরও পড়ুন: কাউন্সিলর থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী, কে এই দ্রৌপদী মুর্মু?

তবে বিগত কয়েকদিন ধরেই ওনাকে ট্যুইটারে বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হল তাঁর কোনও সোশ্যাল মিডিয়া তথা ট্যুইটারে কোনও অ্যাকাউন্টই নেই। দ্রৌপদী মুর্মুর নামে ট্যুইটারে যত অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সেগুলো সবকটি ভুয়ো। যারা এইসব ভুয়ো অ্যাকাউন্ট বানিয়েছে তারা শুধু অ্যাকাউন্ট বানিয়েই থেমে থাকেনি, তারা রীতিমত সেইসব অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে, অর্থাৎ অ্যাক্টিভ থাকছে। এই ভুয়ো অ্যাকাউন্ট গুলোকে সাধারণ মানুষ যাতে সত্যিকারের দ্রৌপদী মুর্মুর অ্যাকাউন্ট ভাবেন তার জন্য তারা বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমনকি এমন অনেক অ্যাকাউন্ট লক্ষ্য করা হয়েছে যে, কিছু কিছু অ্যাকাউন্ট বহু পুরনো। এর থেকেই বোঝা যায়, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করার পরেই অনেকে তাদের অ্যাকাউন্টের আগের নাম পরিবর্তন করে দ্রৌপদী মুর্মুর নাম রেখে দিয়েছে। বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, ট্যুইটারে (Twitter) সার্চ করলে একশোর বেশি ভুয়ো অ্যাকাউন্ট দেখতে পাওয়া যাচ্ছে।


দ্রৌপদী মুর্মুর ট্যুইটারের একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে বালুশিল্প সুদর্শন পাটনায়েককে ধন্যবাদ জানাতে দেখা যায়।


আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে কেন রাষ্ট্রপতি পদপ্রার্থী করল এনডিএ, জানেন কি?

এইসব ভুয়ো অ্যাকাউন্টের প্রায় প্রত্যেকটি প্রোফাইলে দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যায়। এমনকি নির্বাচন নিয়েও বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে।


ফলে এইসব ভুয়ো অ্যাকাউন্টের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

 

Tags:

Draupadi Murmu

Droupadi Murmu

Droupadi Murmu Twitter

Fake Account

Twitter fake account

Droupadi Murmu social media


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর