img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mumbai: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী

জানা গিয়েছে, প্রিয়াঙ্কা জৈন নামের এক মহিলা তাদের সেই নগ্ন ভিডিও রেকর্ড করে নেয়।

img

প্রতীকী ছবি

  2022-09-11 18:29:29

মাধ্যম নিউজ ডেস্ক: এবারে এক অচেনা মহিলার সঙ্গে বন্ধুত্ব করার ফলে খোয়াতে হল ৫ লক্ষের বেশি টাকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁদে ফেলে, গোপনীয় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক ৫৪ বছর বয়সী বিপত্নীক ব্যক্তির লাখ লাখ টাকা আত্মসাৎ করল এক মহিলা। পরে সেই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। নগ্ন ছবি বা গোপনীয় ভিডিও ভাইরাল করে দেওয়ার মত ঘটনা প্রায়শই শোনা যায়। এবার এমনই এক ঘটনা ঘটল মুম্বইয়ে।

জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরির এক ব্যক্তির কাছে ফেসবুকে প্রিয়াঙ্কা জৈন নামের এক মহিলা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। তারপর সেই মহিলা ওই ব্যক্তিকে মেসেজ করে তাঁর থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরও চান। এরপর ২ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা সেই ব্যক্তিকে হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বাথরুমে যেতে বলেন ও তাঁর জামাকাপড় খুলতে বলেন। এরপর সেই ভিডিও কল পাঁচ মিনিট পরে কেটে দেন এবং শুধুমাত্র একটি ভয়েস কল করে সেই ব্যক্তিকে বলেন যে সে তাদের পুরো কলটি রেকর্ড করেছে। আর এরপরেই শুরু হয় প্রিয়াঙ্কার হুমকি। ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তখনই ১৬,৪০০ টাকা পাঠানোর কথা বলে। তখন সেই ব্যক্তি সম্মানহানির ভয়ে ৩০০০০ টাকা তাকে পাঠিয়েও দেয়। কিন্তু এটি তো কেবল শুরু ছিল।

আরও পড়ুন: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

টাকা পাঠানোর পরেও সেই ব্যক্তি রেহাই পায়নি। এই ঘটনার দুদিন পরেই অন্য এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন আসে, আর সে নিজেকে সিবিআই অফিসার হিসাবে পরিচয় দেয় এবং ওই ব্যক্তিকে সতর্ক করে বলে যে তার নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। এবং এই ভিডিও টাকার বিনিময়ে সরিয়ে দেওয়া হবে বলে ফের টাকা আদায় করা হয়। এভাবে সেই ব্যক্তির মোট ৫.২৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

এরপর তিনি আর সহ্য করতে না পেরে তাঁর ভাইয়ের সঙ্গে পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি এবং সেই মহিলার বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের অধীনে ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভিডিও কল এবং ব্ল্যাকমেলিংয়ের পিছনে বড় ষড়যন্ত্র থাকে। তাদের কাজ হল মানুষকে ভিডিও কল করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। এর জন্য সবার প্রথমে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। প্রথমে, অজানা নম্বর থেকে ভিডিও কল এলে কোনওমতেই ধরা উচিত নয়। ভুলবশত আপনি যদি এই দুর্ঘটনার শিকার হন। তবে অবিলম্বে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন।

Tags:

Mumbai

Cyber Crime

Viral News


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর