Anmol Bishnoi: আনমোল বিষ্ণোইকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু মুম্বই পুলিশের

Lawrence Bishnoi: বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের.....
Untitled_design(967)
Untitled_design(967)

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম উঠে আসে বিষ্ণোই গ্যাংয়ের। তদন্তে উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোলের (Anmol Bishnoi) নাম। আনমোল হলেন বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম মাথা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে খবর। বলিউড অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় আনমোল বিষ্ণোইকে মার্কিন দেশ থেকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

জারি গ্রেফতারি পরোয়ানা

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট আনমোল বিষ্ণোইয়ের (Anmol Bishnoi) গ্রেফতারির জন্য একটি জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আনমোলকে গ্রেফতার করার জন্য বেশ কিছু আদালতের নথি প্রয়োজন। এরপরে সেই সমস্ত নথি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই ছাড়াও আর এক গ্যাংস্টারের নাম উঠে এসেছে। তিনি গোল্ডি ব্রার।

আনমোলের (Anmol Bishnoi) মাথার দাম ১০ লাখ

প্রসঙ্গত, আনমোল যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে, এর আগে মুম্বই পুলিশ মনে করছিল, তিনি কানাডায় রয়েছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ গতমাসেই তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় আনমোল বিষ্ণোইয়ের নাম যুক্ত করেছে। তাঁকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে এনআইএ।

২০২২ সালে বিষ্ণোই গ্যাং খুন করে পাঞ্জাবি গায়ককে

২০২২ সালে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরেই ব্যাপক খবরের শিরোনামে আসে বিষ্ণোই গ্যাং। এরপরে চলতি বছরে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। ১৯৯৮ সালে কৃষ্ণসায়র হরিণ শিকার করেছিলেন সলমন খান। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। সম্প্রতি, এই ঘটনার কারণে সলমান খানকে লাগাতার হুমকি দিতে থাকেন লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)।

গতমাসেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে

গত অক্টোবর মাসে সলমন খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। এই ঘটনায় ফের উঠে আসে বিষ্ণোই গ্যাংয়ের নাম। ২০২২ সালে দিল্লি এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য তহবিল সংগ্রহ ও যুবকদের নিয়োগ করার ষড়যন্ত্রে বারবার উঠে আসে লরেন্স বিষ্ণোই ও আনমোল বিষ্ণোইয়ের নাম।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles