img

Follow us on

Saturday, Jan 18, 2025

Naga sadhus: মহাকুম্ভ নাকি অন্ধবিশ্বাস! মেলা প্রাঙ্গণে হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিলেন নাগা সাধুরা

Anti Hindu Activists: মহাকুম্ভ প্রাঙ্গণে হিন্দু ধর্ম বিরোধী প্রচার, ব্যাপক ক্ষোভ নাগা সাধুদের

img

হিন্দু বিরোধী পোস্টার কুম্ভ মেলায় (সংগৃহীত ছবি)

  2025-01-18 11:21:11

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ নাকি কুসংস্কার এবং অন্ধবিশ্বাস! এমনই পোস্টার সাঁটিয়ে বেশ কয়েকজন প্রচার করতে থাকে মেলা প্রাঙ্গণে। এই ঘটনায় নাগা সন্ন্যাসীদের (Naga sadhus) মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। তাঁরা সেখানে জমায়েত করেন ও হিন্দু-বিরোধী প্রচারের পুরো সেট-আপটি গুটিয়ে দেন। হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেন তাঁরা (Naga sadhus)। এ নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে পোস্টারটি। সেখানে লেখা রয়েছে, ‘‘কুম্ভ হল কুসংস্কারের মেলা। যদি স্বাধীনতা চাও, তাহলে নিজের বুদ্ধিকে জাগ্রত করো।’’

আচার্য প্রশান্তর বইয়ের দোকানের কাছেই ঘটে এমন ঘটনা

প্রসঙ্গত, আচার্য প্রশান্তর একটি বইয়ের দোকানের কাছেই এমন কাজ শুরু করে বেশ কিছু লোকজন। হিন্দু-বিরোধী এমন প্রচার সভায় সঙ্গে সঙ্গে হাজির হয়ে যান নাগা সাধুরা (Naga sadhus) এবং পোস্টারে লেখা ওই কথাগুলি দেখে তাঁরা রেগে যান।

যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আর্জি

এই ঘটনা সামনে আসতে অনেকেই প্রশ্ন তুলছেন। বিশ্বের বৃহত্তম ইভেন্টে পরিণত হয়েছে যে মহাকুম্ভ মেলা তাকে কুসংস্কার বলে আসলে হিন্দু বিরোধী মানসিকতার (Anti Hindu Activists) প্রতিফলন ঘটানো হচ্ছে। এ ধরনের কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন হিন্দু সমাজের একাংশ।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

Prayagraj

madhyom news

news in bengali

Maha Kumbh

Naga Sadhus

Anti Hindu activists


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর