নীতি নির্ধারণের ক্ষেত্রে সাহায্য করে পরিসংখ্যান...
প্রশান্তচন্দ্র মহলনাবিশ। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ডে (National Statistics Day)। জাতীয় পরিসংখ্যান (Statistics) দিবস। দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। তাই ফি বছর ২৯ জুন দিনটি পালিত হয় ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ডে হিসেবে। এদিনই জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলনাবিশ (PC Mahalanobis)। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম প্রতিষ্ঠায় তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই বেছে নেওয়া হয়েছে বিখ্যাত এই পরিসংখ্যানবিদের জন্মদিনটিকেই।
আরও পড়ুন : আর প্রয়োজন নেই সূর্যালোকের, অন্ধকারেই হবে সালোকসংশ্লেষ! দাবি গবেষণায়
রাজ্য কিংবা দেশ। সর্বত্রই নীতি নির্ধারণের ক্ষেত্রে সাহায্য করে পরিসংখ্যান। জাতীয়স্তরে যে বিশেষ দিনগুলি ঘটা করে পালন করা হয়, তার মধ্যে এটি উল্লেখযোগ্য। করোনা অতিমারির জেরে এবার অবশ্য দিনটি পালন করা হবে ভিডিও কনফারেন্সিং বা ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে। পরিসংখ্যান প্রক্রিয়ার উন্নয়নের জন্য প্রতি বছর জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ কোনও একটি বিষয়কে এদিন আলোচনার জন্য বেছে নেওয়া হয়। এটাই হল থিম। চলতি বছর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স দিবসের থিম হল ডেটা ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট।
আরও পড়ুন: ফরাসি রকেটে চেপে মহাকাশে পাড়ি ভারতীয় GSAT-24 উপগ্রহের
২৯ জুন জন্মগ্রহণ করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলনাবিশ। তাঁর পিতার নাম প্রবোধ চন্দ্র মহলনাবিশ। ব্রাহ্ম বয়েজ স্কুলে প্রাথমিক শিক্ষার পাঠ নেন। স্নাতক হন ১৯০৮ সালে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। তাঁর শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়। মহলানবিশ ১৯১২ সালে পদার্থবিজ্ঞানে সাম্মানিক স্নাতক হন। উচ্চ শিক্ষালাভের উদ্দেশ্যে পরের বছর পাড়ি দেন ইংল্যান্ডে।
মহালনাবিশ ছিলেন পরিসংখ্যানবিদ। মুক্ত ভারতের দ্বিতীয় পরিকল্পনা কমিশনের সদস্য হয়েছিলেন তিনি। প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের। তিনিই হলেন ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক।
এদিনের অনুষ্ঠানে অ্যাপ্লায়েড ও থিওরিটিক্যাল ফিল্ডে উচ্চমানের গবেষণা কীভাবে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমের কাজে লেগেছে, তা তুলে ধরা হবে। এদিনই অফিসিয়াল স্ট্যাটিসটিক্সে পি সি মহলানবিশ অ্যাওয়ার্ড ২০২১ এবং অধ্যাপক সিআর রাও ন্যাশন্যাল অ্যাওয়ার্ড ফর ইয়াং স্ট্যাটিসটিসিয়ানের নাম ঘোষণা করা হবে।