img

Follow us on

Sunday, Jan 19, 2025

Navy Rescues: জলদস্যুদের হাত থেকে অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনী, উদ্ধার ১৯ পাক নাবিক

৩৬ ঘণ্টায় দ্বিতীয় জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী...

img

গ্রেফতার হওয়া জলদস্যুরা (সংগৃহীত ছবি)

  2024-01-30 11:47:49

মাধ্যম নিউজ ডেস্ক: আরব সাগরের জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় নৌ বাহিনী (Navy Rescues)। আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুরা অপহরণ করেছিল একটি জাহাজকে। সেটি তাদের হাত থেকে ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস সুমিত্রা। প্রসঙ্গত, অপহরণ করা এই যুদ্ধ জাহাজে ১৯ জন পাকিস্তানি নাবিক ছিলেন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারতীয় নৌ বাহিনী। প্রসঙ্গত, সোমবার রাতে ইরানের মাছ ধরার ভেসেল আল-নাঈমিকে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু ছিল ওই অপহরণকাণ্ডে। তাদের প্রত্যেককেই পাকড়াও করতে সমর্থ হয়েছে ভারতীয় নৌ বাহিনী।

৩৬ ঘণ্টায় দ্বিতীয় বড় সাফল্য

প্রসঙ্গত, ৩৬ ঘণ্টার মধ্যে এটি নৌবাহিনীর (Navy Rescues) দ্বিতীয় বড় সাফল্য। দুদিন আগে এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং সেটির ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

বিগত কয়েক সপ্তাহ ধরেই হামলার শিকার  বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ

গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে হামলার শিকার (Navy Rescues) হচ্ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, অপহৃত জাহাজ উদ্ধারে এবং জলদস্যুদের প্রতিহত করতে ইতিমধ্যেই আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। গত সপ্তাহেও লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামক পণ্যবাহী জাহাজটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ।

আরও পড়ুন: হেমন্ত সোরেনের বিলাসবহুল বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি! ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কে?

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Navy Rescues 19 Pak Sailors

East Coast of Somalia

INS Sumitra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর