img

Follow us on

Monday, Jan 20, 2025

Neeraj Chopra Wedding: চুপিসারে বিয়ে সারলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, পাত্রীর পরিচয় জানেন?

Olympics Gold Medalist: সাতপাকে বাঁধা পড়লেন নীরজ, পাত্রী কে?

img

ছাতনাতলায় সোনাজয়ী নীরজ চোপড়া (সংগৃহীত ছবি)

  2025-01-20 09:20:42

মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে চুপিসারে বিয়ে সারলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। পাত্রী টেনিস খেলোয়াড় হিমানি মোর। তাঁর সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি পোস্ট করেছেন নীরজ (Neeraj Chopra Wedding)। টোকিও এবং প্যারিস, পর পর দু'টি অলিম্পিক্সে (Olympics Gold Medalist) পদক জিতেছিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন দেশকে। পরের অলিম্পিক্সে পেয়েছিলেন রুপো। দেশের অন্যতম সেরা খেলোয়াড় এ বার নতুন জীবন শুরু করলেন।

নিজেই পোস্ট করে দিলেন সুসংবাদ (Neeraj Chopra Wedding)

বিয়ের পর রবিবার রাতের দিকে নিজেই পোস্ট করে দিলেন সুসংবাদ। বরবেশে নিজের ছবি পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ (Neeraj Chopra Wedding) লেখেন, ‘‘নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি (মোর)।’’ 'লাভ'-টা ইমোজি হিসেবে দেন নীরজ। নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা পাত্রী হিমানিও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক।

পাত্রী কে?

নীরজের (Neeraj Chopra Wedding) স্ত্রী হিমানি টেনিস খেলোয়াড়। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) ওয়েবসাইট অনুযায়ী, হিমানির কেরিয়ারের সেরা জাতীয় র‍্যাঙ্কিং ছিল ৪২। আর কেরিয়ারের সেরা ডাবলস র‍্যাঙ্কিং ছিল ২৭। আপাতত আমেরিকায় ম্যাককরম্যাক আইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে 'সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন' নিয়ে পড়াশোনা করছেন।

আরও পড়ুন: রাজ্যে রোহিঙ্গাদের বসতি স্থাপনে মদত দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

নীরজকে শুভেচ্ছা জানালেন কারা?

নীরজের (Neeraj Chopra Wedding) পোস্ট করা ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না, অভিনেতা গজরাজ রাও, অ্যাথলিট ধারুন আয়াসামি, বক্সার বিজেন্দ্র সিংহের মতো ব্যক্তিত্বেরা। উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন তিনি। পরের অলিম্পিক্সে থামতে হয় রুপো নিয়ে। সে বার ৮৯.৪৫ মিটার ছুড়লেও সোনা জিততে পারেননি। পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নিয়েছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

neeraj chopra wedding

olympics gold medalist


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর