img

Follow us on

Sunday, Jan 19, 2025

Credit & Debit Cards: ১ অক্টোবর থেকে পাল্টাচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম, জানেন তো?

রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, আগামী মাসের প্রথম দিন থেকে কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন নিয়ম আনা হচ্ছে।

img

প্রতীকী ছবি

  2022-09-29 08:22:53

মাধ্যম নিউজ ডেস্ক: এখন ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডেরই যুগ। এমন কোনও মানুষ নেই যাদের কাছে এক ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড নেই। ক্রেডিট কার্ড না থাকলেও আমাদের সকলের কাছে এটিএম বা ডেবিট কার্ড রয়েছে। দেশের প্রায় ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক এই কার্ড ব্যবহার করে থাকেন। অনেকেই এখন নগদ ক্যাশের  ঝামেলা এড়াতে ব্যবহার করে থাকেন এই কার্ড। তবে এই কার্ডের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পয়লা অক্টোবর থেকে কিছু পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে আগামী মাসের প্রথম দিন থেকে কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন (CoF Card Tokenisation) নিয়ম আনা হচ্ছে। আর এতে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের সাহায্যে লেনদেন আরও নিরাপদ হবে বলে জানা গিয়েছে।

নতুন নিয়ম

নতুন এই নিয়মে একাধিক পরিবর্তন আসার ফলে নতুন টোকেন সিস্টেমের আওতায় কার্ডের সমস্ত ডেটা বদলে যাবে টোকেনে। কোনও শপিং ওয়েবসাইট আর আপনার কার্ডের কোনও তথ্য পাবে না। সমস্ত তথ্য থাকবে টোকেন আকারে। ফলে আপনার কার্ড হয়ে যাবে আরো বেশি সুরক্ষিত। আগে যেমন অনলাইন শপিং-এ কার্ড ব্যবহার করলে অনলাইন সাইটগুলো আপনার কার্ডের ডিটেলস নিয়ে রাখত, পরে সিভিভি নম্বর আপনাকে দিত হত। এখন থেকে তা আর হবে না। এখন থেকে এই তথ্য আর সংরক্ষিত থাকবে না, গ্রাহককে কেনাকাটা করতে হলে কার্ডের নম্বর পুনরায় দিতে হবে।

আরও পড়ুন: তবে কি ক্রেডিট কার্ডের নয়া নিয়ম কার্যকর হবে অক্টোবর মাসে?

কী এই টোকেনাইজেশন?

টোকেনাইজেশন (Tokenisation) হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কার্ডের তথ্য একটি অন্য কোড বা টোকেনে রূপান্তরিত হবে। এর ফলে কার্ডের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ না করেই অনলাইনে কেনাকাটা করা যাবে। আপনার ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর একটি টোকেন-এ পরিবর্তিত হলে, আপনার কার্ডের তথ্য কোনও ভাবে চুরি বা পুনর্ব্যবহার করা সম্ভব নয়। একটি টোকেন যুক্ত কার্ড লেনদেন অনেক সুরক্ষিত বলেও মনে করা হয়৷

কীভাবে টোকেনাইজেশন করা যেতে পারে?

নয়া নিয়ম শুরু হওয়ার পর অনলাইন কেনাকাটার সময় আপনার কার্ডের সমস্ত তথ্য দিতে হবে৷ আর এই তথ্য টোকেনে রূপান্তরিত হবে। একবার যখন গ্রাহকরা কোনও জিনিসের কেনাকাটা শুরু করে সে ক্ষেত্রে সংস্থার তরফে টোকেনাইজেশন শুরু করা হবে এবং টোকেন করার জন্য অনুমতি চাইবে৷ একবার অনুমতি দেওয়ার পর মার্চেন্ট কার্ড নেটওয়ার্ককে অনুরোধ পাঠিয়ে দেবে৷ এর জেরে প্রত্যেক কার্ডের জন্য একটি টোকেন নম্বর জেনারেট করা হবে যা ভবিষ্যতে কেনাকাটা করার জন্য অনলাইন বা মার্চেন্ট প্ল্যাটফর্মে সেভ করা যেতে পারে৷

Tags:

Credit Cards Rules

Debit card rules

CoF Card Tokenisation

What is Card Tokenisation

Card Tokenisation impact