img

Follow us on

Thursday, Jan 09, 2025

New ISRO Chief: ইসরোর নতুন চেয়ারম্যান হচ্ছেন খড়্গপুর আইআইটির প্রাক্তনী ভি নারায়ণ, ঘোষণা কেন্দ্রের

V Narayanan: এস সোমনাথের জায়গায় জানুয়ারিতেই ইসরো প্রধানের দায়িত্ব নেবেন ভি নারায়ণ...

img

ইসরোর নতুন চেয়ারম্যান হতে চলেছেন ভি নারায়ণ। ফাইল চিত্র

  2025-01-08 09:21:10

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন চেয়ারম্যান (New ISRO Chief) হতে চলেছেন ভি নারায়ণ (V Narayanan)। শুধু চেয়ারম্যান নন, তিনি সামলাবেন মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী ১৪ জানুয়ারি। সে দিনই ইসরোর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ। মঙ্গলবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়।

বহু অভিযানের নেপথ্যে নারায়ণ

মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইসরোর নতুন চেয়ারম্যানের (New ISRO Chief) নাম ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ করা কমিটি জানিয়েছে, আগামী দু’বছরের জন্য ইসরো প্রধানের দায়িত্ব সামলাবেন নারায়ণ। জানা গিয়েছে, লিক্যুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে এতদিন দায়িত্ব পালন করেছেন ভি নারায়ণ। দেশে ক্রায়োজেনিক ইঞ্জিন, যা রকেট ও মহাকাশযান উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের প্রপালশনের জন্য প্রয়োজন, তা তৈরিতে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। এবার ইসরোর সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে। দায়িত্ব পেয়ে আনন্দিত নারায়ণ বলেন, “আমাদের (ভারত) সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আশা করি ইসরোকে আমরা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”

নারায়ণের বাংলা যোগ

তামিলনাড়ুতে জন্ম নারায়ণের (V Narayanan)। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে। খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রুপোর পদকও দেওয়া হয়েছিল তাঁকে। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। ২০১৮ সালে লিক্যুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

ISRO

bangla news

S Somnath

V Narayanan

New ISRO Chief


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর