img

Follow us on

Sunday, Jan 19, 2025

New Year Greetings: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার...

img

ফাইল ছবি।

  2023-01-01 14:10:30

মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৩ সালের প্রথম দিনটিতে দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার বার্তা দিলেন রাষ্ট্রপতি। এদিন সকালে ট্যুইট-বার্তায় রাষ্ট্রপতি লেখেন, সকলকে শুভ নববর্ষ! সব সহ নাগরিক ও প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য ও কৃতিত্ব নিয়ে আসুক। আসুন আমরা ঐক্য, অখণ্ডতা এবং সকলকে নিয়ে উন্নয়নে ফের একবার নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।

নরেন্দ্র মোদি...

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা (New Year Greetings) জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, ২০২৩ খুব ভাল কাটুক। আশা, সুখ এবং প্রচুর সাফল্যে পূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন।

নববর্ষের সকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানিয়েছেন। এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও। তবে নববর্ষের প্রাক্কালেও তিনি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁর এই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি লিখেছিলেন, নববর্ষ উপলক্ষে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

শুভেচ্ছা জানাই আমার সকল সহ নাগরিককে এবং প্রবাসী ভারতীয়দের। নতুন বছরের নতুন ভোর আমাদের জীবনে নিয়ে আসুক নয়া এনার্জি, নতুন সুখ, লক্ষ্য, প্রেরণা এবং সাফল্য। এই শুভদিনে আমরা এক থাকি, বজায় থাকুক আমাদের ঐক্য। জাতির হোক ব্যাপক উন্নতি। ২০২৩ সালে আমাদের গৌরবান্বিত জাতি এবং দেশবাসীর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি।

আরও পড়ুন: 'বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি', স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Narendra Modi

PM Modi

Bengali news

New Year Greetings

president droupadi murmur