img

Follow us on

Sunday, Oct 06, 2024

NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

শুধুমাত্র যেসব পড়ুয়াদের কোর্স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে, শুধুমাত্র তারাই পাবেন এই এককালীন ছাড়। 

img

এনএমসি

  2022-07-30 16:29:49

মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে চিন-ইউক্রেন (China-Ukraine) থেকে কোভিড বা যুদ্ধের কারণে ফিরে আসা ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়াদের (Medical Students) ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট পরীক্ষায় (FMGE) বসার অনুমতি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)। এই পরীক্ষাটিতে পাশ করতে পারলেই দেশে চিকিৎসা করতে পারবেন ফাইনাল ইয়ারের ওই ডাক্তারি পড়ুয়ারা। 

শুধুমাত্র যেসব পড়ুয়াদের কোর্স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে, শুধুমাত্র তারাই পাবেন এই এককালীন ছাড়। এমনটাই জানিয়েছে দেশে ডাক্তারি শিক্ষার সর্বোচ্চ বডি। 

আরও পড়ুন: 'রাষ্ট্রপত্নী' বিতর্কে ইতি টানতে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

এনএমসির তরফ থেকে বিবৃতি জারি ক্রে জানানো হয়েছে, "এফএমজিই -তে উত্তীর্ন হওয়ার পরে এই ডাক্তারি পড়ুয়াদের ২ বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপরেই তাঁরা দেশে চিকিৎসা করার অনুমতি পাবেন। কারণ তাঁরা কোর্সের শেষে অফলাইন ট্রেনিং করার সুযোগ পান নি।" 

বিবৃতিতে আরও জানানো হয়, "ওই দুবছরের ইন্টার্নশিপের পরেই ওই পড়ুয়াদের চিকিৎসা করার অনুমতি দেবে ভারত সরকার। এই সুবিধা শুধু এক বছরের জন্যেই। এমনটা নয় যে ভবিষ্যতেও এই ছাড় দেওয়া হবে।"

এই মুহূর্তে যে নিয়মটি কার্যকর রয়েছে তা হল, এফএমজিই - তে বসতে বিদেশী পড়ুয়াদের তাঁদের কোর্সটিকে শেষ করতে হয় এবং সেই বিশ্ব বিদ্যালয় থেকেই দেড় বছরের ইন্টার্নশিপ করতে হয়।

আরও পড়ুন: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

গত পাঁচ বছরে ইউক্রেন থেকে আসা ২১.৩% পড়ুয়াই এই পরীক্ষায় পাশ করতে পেরেছে। ২০২১ সালে ৪,৩১১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ২৬.০৫% পড়ুয়া। 

ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ফিরে এসেছেন প্রায় ২০ হাজার পড়ুয়া। শেষ হয়নি তাঁদের কোর্স। বাকি কোর্স দেশের বিশ্ববিদ্যালয়ে শেষ করার অনুমতি চেয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। এইরকম কোনও নিয়ম নেই। একথা সম্প্রতি স্পষ্ট করেছে এনএমসি।

 

Tags:

NMC

FMGE

China-Ukraine

Medical Students


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর