Supreme Court: নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিলের আবেদন খারিজ সর্বোচ্চ আদালতের…
সুপ্রিম কোর্ট। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে আর নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নয়, এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “রেকর্ডে থাকা নথিগুলি প্রশ্নপত্রের পদ্ধতিগত ফাঁসের ইঙ্গিত প্রকাশ করে না।”
সুপ্রিম কোর্টের নিট (NEET-UG) মামলার বিষয়ে রায় প্রদানের সময়ে বিচারকেরা এদিন মন্তব্য করেছেন, “গত ৫ মে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কিছু ত্রুটি ছিল। কিন্তু পরীক্ষা পরিচালনায় সামগ্রিক ভাবে পদ্ধতিগত লঙ্ঘন হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, বর্তমান পরিস্থিতিতে পাওয়া নথি বিশ্লেষণ করে দেখার পর তা প্রমাণিত হচ্ছে না। ২৪ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নিট নেওয়ার আর দরকার নেই। কারণ পুনরায় পরীক্ষা নেওয়া হলে তা বিপুল সংখ্যক পরীক্ষার্থীরা সমস্যায় পড়বেন।” এই প্রসঙ্গে আবার প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেছেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনায় নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছে। যে চক্র এর পিছনে ছিল, তারা কিছু নথি পুড়িয়ে ফেলেছে। অভিযুক্তরা এখন সিবিআই হেফাজতে রয়েছে। এই প্রশ্ন ফাঁসের কারণে মোট ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছে। তার মধ্যে ৩০ জন পাটনার এবং ১২৫ জন হাজারিবাগের।”
আরও পড়ুনঃ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম
এবছর ৫ মে ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা (NEET-UG) অনুষ্ঠিত হয়। ২৩ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছে মোট ৬৭ জন পড়ুয়া। এরপর থেকেই ভূরি ভূরি অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে বিশেষ গ্রেসমার্কসের অভিযোগও তোলা হয়। এই নিয়ে সারা দেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।