img

Follow us on

Saturday, Oct 05, 2024

Agnipath scheme: অগ্নিপথে অটল! প্রকল্প প্রত্যাহারের প্রশ্নই নেই মত কেন্দ্রের

প্রতিবছর সেনার তিন বিভাগ থেকে সময়ের আগেই প্রায় ১৭হাজার ৬০০ জন অবসর নিয়ে নেন। কেউ তো জানতে চান না, তাঁরা কোথায় যাচ্ছেন। অবসরের পর কী করছেন?

img

লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী।

  2022-06-20 12:51:45

মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ প্রকল্প (Agnipath scheme) কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। এ ব্যাপারে যেন কেউ কোনও ভুল ধারণা পোষণ না করেন। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই বলে জানালেন ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল (Lt Gen) অনিল পুরী  (Anil Puri)। প্রকল্প ঘোষণার পর যে সংশোধনী প্রস্তাব বা ছাড়ের কথা বলা হয়েছে তা সবই আগে থেকে ঠিক করা ছিল। ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে। কোনও বিক্ষোভ বা বিরোধিতার কথা ভেবে ছাড় দেওয়া হয়নি বলে দাবি,লেফটেন্যান্ট জেনারেলের।

রবিবার সাউথ ব্লকে (Defence ministry)সেনামন্ত্রকের দফতরেই সাংবাদিক বৈঠকে ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প প্রসঙ্গে একথা স্পষ্ট করলেন অনিল। তাঁর প্রশ্ন, ‘‘কেন অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রকল্প থেকে কেন পিছিয়ে আসব আমরা?’’ অগ্নিপথ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল দেশ, ঠিক তখন সেনাবিভাগের কর্তা বলেন, ‘‘আমরা বাহিনীতে তারুণ্য চেয়েছিলাম। সেনাবাহিনীতে ‘যোশ’ আর ‘হোশ’ (অর্থাৎ জেদ আর সচেতনতার)-এর যৌথ প্রকাশ চেয়েছিলাম। তাই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’এখন যা-ই হোক প্রকল্প প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগ প্রক্রিয়া শুরু ২৪ জুন, সেনায় ডিসেম্বরে

ভবিষ্যতে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রযুক্তির উপরে ভর করেই এগোতে হবে, অভিমত অনিলের। তাই অগ্নিপথে তরুণদের নিয়োগেই জোর দেওয়া হচ্ছে। তিনি বললেন, ‘‘প্রযুক্তির ব্যাপারে তরুণ প্রজন্ম অনেক বেশি সড়গড়। সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তাঁর কথায় প্রতিবছর সেনার তিন বিভাগ থেকে সময়ের আগেই প্রায় ১৭হাজার ৬০০ জন অবসর নিয়ে নেন। কেউ তো জানতে চান না, তাঁরা কোথায় যাচ্ছেন। অবসরের পর কী করছেন? নতুন একটা ঘোষণার পরই সবাই সেনাদের ভবিষ্যত নিয়ে জল্পনা করতে শুরু করেছে। যা অনভিপ্রেত বলে দাবি সেনা কর্তার। অনিল জানান, প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্যই সেনাবাহিনীতে ৪৬ হাজার ‘অগ্নিবীর’ নিয়োগের পরিকল্পনার কথা বলা হয়েছে। তবে খুব শীঘ্রই সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’দের সংখ্যা বেড়ে এক লাখ ২৫ হাজার হবে। 

 

Tags:

Agnipath scheme

 Lt Gen Anil Puri

Dept of Military Affairs

 Agniveer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর