রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী এক্সপ্রেস
মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ভারতে (North India) চড়চড়িয়ে নামছে তাপমাত্রার পারদ। ভয়ঙ্কর কুয়াশার জেরে দৃশ্যমানতাও প্রায় শূন্য। আর এই কারণেই ২৯ টি ট্রেন সোমবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে পৌঁছতে দেরি করল। এর মধ্যে অন্যতম শিয়াদহ রাজধানী এক্সপ্রেস। এই দ্রুতগামী ট্রেনটি নির্দিষ্ট সময়ের সাড়ে ১১ ঘন্টা দেরিতে দিল্লি পৌঁছল।
ভারতীয় রেলের (North India) দেওয়া তথ্য অনুযায়ী, গরীবরথ এক্সপ্রেস ৭ ঘন্টা, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা, হাওড়া রাজধানী এক্সপ্রেস সাড়ে ১০ ঘণ্টা, ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ৯ ঘণ্টা এবং দুরন্ত এক্সপ্রেস সাড়ে ১৩ ঘণ্টা দেরিতে এদিন দিল্লিতে পৌঁছেছে।
ভারতীয় আবহাওয়া দফতরের (North India) দেওয়া তথ্য অনুযায়ী এদিন ভোর সাড়ে পাঁচটায়, ভাটিন্ডার দৃশ্যমানতা ছিল ০ মিটার, অমৃতসরের ২৫ মিটার, দিল্লি (সাফদারজাং)- এর ২৫ মিটার, দিল্লি (পালাম)- এর ৫০ মিটার, আগ্রার ০ মিটার, লখনৌ- এর ০ মিটার, বারানসীর ২৫ মিটার, বারেলির ৫০ মিটার।
রবিবার (North India) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী, গত দু’বছরেও বছরের শুরুতে তাপমাত্রার পারদপতন এই মাত্রায় দেখা যায়নি। শুধু দিল্লি এবং পঞ্জাব নয়, মধ্য এবং পূর্ব ভারতের একাংশ শীতের কাঁপুনিতে জর্জরিত। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে অনেকটাই। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি ছিল বলে হাওয়া অফিস সূত্রের খবর।
আরও পড়ুন: তৃণমূলের এক বছরে আয় বৃদ্ধি ১২ গুণ! 'চোরের কোম্পানি' বলে কটাক্ষ শুভেন্দুর
সোমবার সকালে রাজধানীর (North India) দৃশ্যমানতা কমে আসে ৫০ মিটারে। পথ দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচলের গতি কমানো হয়েছে। দিল্লির বিমানবন্দরে কুয়াশা বেশি থাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৪০টি বিমানের চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নির্দিষ্ট সময়ের চেয়ে সামান্য দেরিতে গন্তব্যস্থলে পৌঁছেছে বিমানগুলি। তবে কম দৃশ্যমানতার জন্য বিঘ্ন হয়েছে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯টি ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটা দেরি করে ঢুকেছে।
Tags: