Iconic Tourist Center: ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ৮টি আইকনিক পর্যটন কেন্দ্র গড়বে কেন্দ্র…
উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব (Northeast Tourist Site) ভারতের রাজ্যগুলি পর্যটনের জন্য আদর্শ জায়গা। প্রতি বছর সারা ভারতের নানা প্রান্ত থেকে অসম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম ও মিজোরামের নানা পর্যটন কেন্দ্রে (Iconic Tourist Center) ব্যাপক জন সমাগম হয়ে থাকে। সেই কারণে এই অঞ্চলগুলির জনসাধারণের বেশিরভাগ আয়ের উৎস হল হোটেল ব্যবসা, পরিবহণ এবং স্থানীয় উৎপাদন সামগ্রী। এখন এই রাজ্যগুলির মোট ৮টি অপেক্ষাকৃত কম জনপ্রিয় পর্যটনস্থলে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে আইকনিক সাইট গড়ে তোলা হবে। এই প্রকল্পগুলির টাকা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ব্যয় বিভাগ (ডিওই) দ্বারা অনুমোদন করা হয়েছে।
ডিওই সূত্রে জানা গিয়েছে, “উত্তর-পূর্ব ভারতে (Northeast Tourist Site) প্রথম কিস্তিতে মোট অনুদানের ৬৬% টাকা সরাসরি সংশ্লিষ্ট রাজ্যগুলিকে দেওয়া হবে। এরপর পর্যটক মন্ত্রক প্রকল্পের কাজের পর্যালোচনা করবে। মোটামুটি আগামী ২ বছরের মধ্যে এই উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আগামী ২০২৬ সালের মার্চ মাসের আগে সমস্ত কাজের বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্পের অনুমোদন যে সব এলাকায় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সিকিমের নাথুলা সীমান্ত। এখানে মোট ৯৭.৩৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। একই ভাবে ত্রিপুরার গোমতিতে ৫১টি শক্তিপীঠের পার্ক বাবদ ৯৭.৭ কোটি, মণিপুরের লোকটাক হ্রদে ৮৯.৪৮ কোটি টাকা, শিলংয়ের উমিয়াম লেকের জন্য ৯৯.২৭ কোটি টাকা এবং সিয়াং ইকো-রিট্রিট-এ অরুণাচলের পাসীঘাটে (Iconic Tourist Center) ৪৬.৪৮ কোটি টাকা ব্যয় করা হবে।”
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “সারা দেশে পর্যটকদের আরও আকৃষ্ট করার লক্ষ্যে কেন্দ্র কর্তৃক অনুমোদিত ৩২৯৫ কোটি টাকার বেশি প্রকল্পকে বাস্তবায়নের কাজ করা হচ্ছে। এই টাকা ২৩টি রাজ্যকে দেওয়া হবে। মোট ৪০টি প্রকল্পের অংশ বলা যায় এই উত্তর-পূর্ব (Northeast Tourist Site) ভারতের ৮টি পর্যটন কেন্দ্রের প্রকল্পকে (Iconic Tourist Center)।” একই ভাবে আরও জানা গিয়েছে পর্যটন মন্ত্রক রাজ্যগুলিকে এসএএসসিআই নির্দেশিকা প্রণয়ন করেছে। আবার এই প্রসঙ্গে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানডু বলেছেন, “আমাদের রাজ্যে গত এক দশকে পর্যটকদের সংখ্যা ২০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায়ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার, কেন্দ্র এবং সেনাবাহিনী একসাথে কাজ করছে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।