বিমানে করেই আসবে গরমা-গরম খাবার।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: এবারে জোম্যাটো (Zomato) নিয়ে এল এক সুখবর। এখন থেকে আর কখনও হায়দ্রাবাদের বিরিয়ানি, বেঙ্গালুরুর মাইসোর পাক, কলকাতার মিষ্টি খেতে সেই জায়গাতে যেতে হবে না। কারণ ঘরে বসেই অর্ডার করে সেটি আপনি পেয়ে যাবেন। এমনটাই জানানো হয়েছে জোম্যাটোর তরফে। অর্থাৎ অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম জোম্যাটো, ভারতের যেকোনো শহর থেকে দেশের বিভিন্ন স্থানে অন্যান্য খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি প্রকল্প শুরু করেছে।
আরও পড়ুন: 'মহাকাল' থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর
জোম্যাটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়াল (founder & CEO Deepinder Goyal) একটি ব্লগ পোষ্ট করে লিখেছেন, কলকাতা থেকে বেকড রসগোল্লা, হায়দরাবাদের বিরিয়ানি, বেঙ্গালুরু থেকে মাইসোর পাক, লখনউ থেকে কাবাব, ওল্ড দিল্লি থেকে বাটার চিকেন, দিল্লি বা জয়পুরের পেঁয়াজ কচুরি ইত্যাদি বিখ্যাত খাবারগুলি অর্ডার করতে পারবেন এবং পরের দিনে আপনার অর্ডার আপনার শহরে পৌঁছে দেওয়া হবে। তবে তা পৌঁছতে প্রায় এক দিন সময় লাগতে পারে। গোয়াল আরও বলেন, অর্ডারটি পৌঁছনোর আগে পুনরায় গরম করা হবে এবং পুনরায় ফ্রিজ করাও যেতে পারে খাবারগুলো।
আরও পড়ুন: সুইগিতে বাম্পার অফার! ভাইরাল 'সুইগি বয়'-কে খুঁজে দিলে মিলবে ৫০০০ টাকা
গোয়াল আরও জানিয়েছেন যে এই আইকনিক খাবারগুলি জোম্যাটো অ্যাপে 'ইন্টারসিটি লিজেন্ডস' এর মাধ্যমে অর্ডার করা যাবে এবং ফ্লাইটের মাধ্যমে পরিবহন করা হবে। খাবারটি রেস্তোরাঁয় ভালোভাবে তৈরি করা হয় এবং যাতায়াত করার সময় এটিকে নিরাপদ রাখতে পুনরায় ব্যবহারযোগ্য এবং টেম্পার-প্রুফ পাত্রে প্যাক করা হয়। এমনকি এই খাবারগুলোতে কোনওরকমের প্রিজারভেটিভ ছাড়াই সংরক্ষণ করা যায়। বর্তমানে গুরুগ্রাম ও সাউথ দিল্লির কিছু অংশে নির্দিষ্ট গ্রাহকদের জন্যই এই সরবরাহ শুরু করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।