img

Follow us on

Wednesday, Nov 27, 2024

Jammu: উপত্যকায় সন্ত্রাস দমনে আরও সক্রিয় কেন্দ্র, জম্মুতে স্থায়ী মোতায়েন এনএসজি-র বিশেষ দল

NSG Special Task Force: জম্মুতে সন্ত্রাস দমনের জন্য এনএসজির বিশেষ দল মোতায়েনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক...

img

জম্মুতে এনএসজি-র বিশেষ দল মোতায়েনের সিদ্ধান্ত। সংগৃহীত চিত্র

  2024-11-27 13:37:09

মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জম্মুতে (Jammu) সন্ত্রাস ও জঙ্গি-হামলা বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে, জাতীয় সুরক্ষা বাহিনীর (NSG's Special Task Force) একটি বিশেষ দল স্থায়ীভাবে জম্মু শহরে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই দল জরুরি পরিস্থিতিতে বা সন্ত্রাসী হামলার সময় যে কোনও স্থানে দ্রুত পৌঁছতে পারবে।

কেন এই সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, চলতি বছর জম্মুতে (Jammu) সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ৮টি জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় মোট ৪৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৮ জন নিরাপত্তা কর্মী, ১৪ জন সাধারণ নাগরিক এবং ১৩ জন জঙ্গি রয়েছে। এরপরই এনএসজি-র বিশেষ টাস্ক ফোর্স (NSG Special Task Force) জম্মু শহরে স্থায়ীভাবে মোতায়েন করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজৌরি-পুঞ্চ বেল্টেও বেড়েছে জঙ্গি হামলা। ২০২১ সালের অক্টোবর থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর যানবাহনে আক্রমণের ঘটনা বেড়ে গিয়েছে। যার ফলে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এর মধ্যে ৪৭ জন নিরাপত্তা কর্মী, ৪৮ জন সন্ত্রাসী এবং ৭ জন সাধারণ নাগরিক।

আরও পড়ুন: বরফ ঘেরা সিয়াচেন, দৌলত বেগ ওলডিতে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন

অনুপ্রবেশ প্রতিরোধই লক্ষ্য

সন্ত্রাসী হামলার মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী তাদের অভিযান বৃদ্ধি করেছে। বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে, বিশেষ করে ঘন বনাঞ্চলে চলমান কাউন্টার-টেরোরিজম অপারেশন এবং সীমান্ত গ্রামগুলিতে রাতের প্যাট্রলিং বাড়ানো হয়েছে যাতে সীমান্ত পার হয়ে সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়। কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসের চক্র ভাঙার সর্বাত্মক চেষ্টা করছে সেনা। অনেক নতুন অস্ত্র কেনা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ-বিরোধী গ্রিড পুরোপুরি সক্রিয় রয়েছে বলে দাবি বিএসএফের কাশ্মীর রেঞ্জের আইজি অশোক যাদবের। এই আবহে জম্মুতে (Jammu) সন্ত্রাস দমনের জন্য এনএসজির বিশেষ দল (NSG Special Task Force) মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। যা জঙ্গি-কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jammu

bangla news

nsg

NSG's Special Task Force

Counter-terrorism force


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর