img

Follow us on

Friday, Dec 27, 2024

Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, রইল তালিকা

Coromandel Express: বেশ কয়েকটি ট্রেন টাটানগর দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে...

img

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন

  2023-06-03 16:57:18

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার (Odisha Train Accident) কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনে সন্ধে পৌনে ৭টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভদ্রকের দিকে যাচ্ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়াগামী যশবন্তপুর হামসফর এক্সপ্রেসের অভিমুখ ছিল বালেশ্বরের দিকে। করমণ্ডলের বাঁ দিকের লাইনে ছিল একটি মালগাড়ি। সংঘর্ষে তালগোল পাকিয়ে যায় ৩টি ট্রেন। খেলনা গাড়ির মতো উল্টে যায় ট্রেনের একের পর এক কামরা। 

এখনও পর্যন্ত মেলা খবর অনুযায়ী, দুর্ঘটনায় (Odisha Train Accident) মৃত্যু হয়েছে ২৬৮ জনের। আহতের সংখ্যা ৬৫০ পার করেছে। দুর্ঘটনার ফলে এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওই শাখা। ফলস্বরূপ, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ভদ্রক শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া, শিয়ালদা থেকে পুরীগামী একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। ঘুর পথে চালানো হচ্ছে আরও অনেক ট্রেন।

এক নজরে বাতিল হওয়া ট্রেন—

হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস 
হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস
হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-এসভিএমটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। 
হাওড়া-তিরুপতি এক্সপ্রেস
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-চেন্নাই মেল
হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস
হাওড়া-যশবন্তপুর হামসফর এক্সপ্রেস

আরও পড়ুন: বালাসোর যেন মৃত্যুপুরী! রেললাইনে শোয়ানো সারি সারি দেহ

সাঁতরাগাছি-পুরী স্পেশাল
শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
হায়দরাবাদ-শালিমার এক্সপ্রেস
দিঘা-পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস
ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস
চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস 
শালিমার-সম্বলপুর এক্সপ্রেস
শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস

এছাড়া, বাতিল হয়েছে—


খড়গপুর-জয়পুর-কেওনঝড় রোড এক্সপ্রেস
খড়গপুর বেলদা মেমু স্পেশাল
খড়গপুর খুরদা রোড এক্সপ্রেস
খড়গপুর ভদ্রক মেমু
হাওড়া জয়সলমীর মেমু স্পেশাল
বাংরিপোপোশি-ভুবনেশ্বর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস

এছাড়াও, বেশ কয়েকটি ট্রেন টাটানগর দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে। 

আরও পড়ুন: বালাসোরে দুর্ঘটনায় আটকে পড়া ২০০ যাত্রীকে নিয়ে হাওড়া ফিরল বিশেষ ট্রেন

রেলের হেল্পলাইন নম্বর (Odisha Train Accident)

রেল আপৎকালীন(হাওড়া): ২২৯৩৩, ০৩৩-২৬৪১৩৬৬০
রেল অনুসন্ধান(টোল-ফ্রি): ২২২৪৪, ২২২৫৫, ২২২৬৬
বিএসএনএল: ২৬৪০-২২৪১, ২৬৪০-২২৪২, ২৬৪০-২২৪৩
হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

train accident

news in bengali

odisha train derailment

coromandel express derailment

coromandel express

shalimar-chennai coromandel express

odisha train accident

coromandel express accident


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর