ইজরায়েল থেকে ১৮ জন নেপালি নাগরিককে ফিরিয়ে আনল ভারত, মোদির প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশী রাষ্ট্র
ইজরায়েল থেকে পঞ্চম বিমান দেশে ফিরল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধের আবহে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। ইতিমধ্যে অপারেশন অজয়-এর মাধ্যমে পঞ্চম বিমান দিল্লিতে অবতরণ করেছে। এই বিমানে ২৮৬ জন ভারতীয় নাগরিক ইজরায়েল থেকে ফেরেন। এরমধ্যে ১৮ জন নেপালি নাগরিক। প্রতিবেশী রাষ্ট্র নেপালের ১৮ জন নাগরিককে উদ্ধার করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে নেপালি নাগরিকদের। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদও জানিয়েছেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত। এদিন বিমানবন্দরে ইজরায়েল থেকে আসা ভারতীয়দের স্বাগত জানান তথ্য ও সম্প্রচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এল মুরুগান।
সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘‘যখনই ভারতীয়রা বিপদে পড়ে, তখনই আমাদের প্রধান নীতি থাকে যে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনা। এই কাজে আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। এর আগে অপারেশন গঙ্গা, অপারেশন কাবেরী যেমন সফলভাবে করতে পেরেছি, তেমন বর্তমানে আমরা অপারেশন অজয়ও চালু করতে পেরেছি। এটা আমাদের পঞ্চম বিমান দেশে ফিরল। মোট ১,১৮০ জনকে আমরা ইজরায়েল (Israel-Hamas War) থেকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি, যার মধ্যে অনেক নেপালি নাগরিকও রয়েছেন।
#OperationAjay update.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 17, 2023
286 more passengers are coming back to India.
Also carrying 18 Nepalese citizens. pic.twitter.com/InoQVXQMUZ
জনৈক এক ভারতীয় নাগরিক বলেন, ‘‘আমি ইজরায়েল (Israel-Hamas War) থেকে ফিরলাম, সেখানে আমাদেরকে ভারতীয় দূতাবাস অভূতপূর্ব সাহায্য করেছে। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’’ অন্যদিকে আরেক ভারতীয় নাগরিক রমেশ বলেন, ‘‘আমরা সবেমাত্র ফিরলাম ইজরায়েল থেকে। যেভাবে ভারতীয় দূতাবাস আমাদের সাহায্য করেছে তার জন্য আমাদের সত্যি খুব ভালো লাগছে।’’ অন্যদিকে নেপালের এক মহিলা নাগরিক বলেন, ‘‘ ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ ঘটছিল আশেপাশে। আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাই আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য।’’ সূত্রের খবর, সাড়ে চার হাজার এরও বেশি নেপালি নাগরিক বর্তমানে রয়েছেন ইজরায়েলে। যাদের মধ্যে ৪০০ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং নেপাল সরকারও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য। জানা গিয়েছে, ইজরায়েলে (Israel-Hamas War) থাকা ভারতীয় নাগরিকদের জন্য সে দেশের দূতাবাস ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খুলেছে যে কোনও ধরনের সাহায্যের জন্য।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।