img

Follow us on

Friday, Nov 01, 2024

Operation Ajay: অপারেশন অজয়, চতুর্থ দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৭৪ জন ভারতীয়  

অপারেশন অজয়ে এ পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে মোট ৯১৮ জন ভারতীয়কে...

img

অপারেশন অজয়ে বিশেষ বিমানে ফিরছেন ভারতীয়রা।

  2023-10-15 13:42:51

মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহ পার হল হামাস-ইজরায়েল যুদ্ধ। যুদ্ধের জেরে ইজরায়েলে আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়। ইজরায়েলে সব মিলিয়ে ১৮ হাজারের কাছাকাছি ভারতীয়ের বাস। এঁদের মধ্যে অনেকেই যুদ্ধের আবহে ফিরতে চান ভারতে। তাঁদের জন্য অপারেশন অজয় (Operation Ajay) চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তিনটি বিমানে করে উড়িয়ে আনা হয়েছে ন’শোর কাছাকাছি ভারতীয়কে। শনিবার চতুর্থতম বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইজরায়েলে আটকে পড়া ২৭৪ জন ভারতীয়কে।

অপারেশন অজয়

ইজরায়েলের রাজধানী তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল শনিবার বেনগুরিন বিমানবন্দর থেকে বিশেষ দু’টি বিমান ছাড়বে। প্রথম বিমানটি ছাড়বে স্থানীয় সময় বিকেল ৫.৪০ মিনিটে। রাত ১১.৪৫ মিনিটে ছাড়বে দ্বিতীয় বিমান। এই উড়ানে জায়গা হবে ২৭৪ জনের। পরের দিন ফের ১৯৭ জন ভারতীয়কে নিয়ে তৃতীয় বিমানটি আসে। এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “অপারেশন অজয় এগোচ্ছে। আরও ১৯৭ জন যাত্রী নিয়ে ভারতে ফিরছে একটি বিমান।”

ভারতীয় দূতাবাসের পোস্ট 

এক্স হ্যান্ডেলে ইজরায়েলের ভারতীয় দূতাবাস লিখেছে, “অপারেশন অজয়ের অংশ হিসেবে ভারতীয় যাঁরা ইজরায়েলে রয়েছেন এবং ভারতে ফিরতে চাইছেন, তাঁদের জরুরি ভিত্তিতে অনুরোধ করা হচ্ছে ট্রাভেল ফর্ম পূরণ করতে।” দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে জায়গা মিলবে বিমানে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা বলেন, “আমাদের নাগরিকদের উদ্ধার করতে ইজরায়েলে আমাদের দূতাবাস চব্বিশ ঘণ্টা কাজ করছে। আমরা পড়ুয়াদের কাছে গিয়েছি, সহায়কদের কাছে গিয়েছি, গিয়েছি ব্যবসায়ীদের কাছেও। এঁদের মধ্যে যাঁরা ভারতে ফিরতে ইচ্ছুক, তাঁদের সঙ্গে কথা বলেছি (Operation Ajay)। এই প্রবাসী ভারতীয়দের মধ্যে কয়েকজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। আমরা প্রত্যেকের কাছেই শান্ত থাকার আবেদন করছি।” 

আরও পড়ুুন: মোদি জমানায় অতীত মাও আতঙ্ক, প্রথমবার ভোট দেবে ছত্তিশগড়ের বস্তার

আজ, রবিবার ছাড়বে আরও একটি বিশেষ বিমান। যাঁরা এই উড়ানে জায়গা পেয়েছেন, দূতাবাস কর্তৃপক্ষের তরফে তাঁদের বিষয়টি ই-মেইল করে জানানো হয়েছে। যাঁরা দেশে ফিরছেন, তাঁদের বিমান ভাড়া বহন করবে ভারত সরকার। জানা গিয়েছে, অপারেশন অজয়ে এ পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে মোট ৯১৮ জন ভারতীয়কে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bangla news

Bengali news

Operation Ajay

Hamas Israel War


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর