img

Follow us on

Saturday, Jan 18, 2025

Liquor Smuggling: দরজায় লুকোনো সারি সারি বোতল! মদ চোরাচালান করতে গিয়ে ধৃত ২

বৃহস্পতিবার দিল্লি থেকে বিহারের উদ্দেশে প্রায় ২ হাজার ১১২ টি মদের বোতল পাচার করা হচ্ছিল।

img

Liquor Smuggling

  2022-11-03 18:49:39

মাধ্যম নিউজ ডেস্ক: সুরাপ্রেমীদের কতই না কাণ্ড! মদ চোরাচালানের ঘটনা কতই না শোনা গিয়েছে। তবে এবারের ঘটনাটি একেবারেই আলাদা। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে ছ’টি কাঠের দরজা নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় পুলিশের তল্লাশি অভিযানের সময় সেই কাঠের দরজাগুলি নাড়াচাড়া করতেই আকাশ থেকে পড়লেন পুলিশরা। দরজাগুলো ভালো করে তল্লাশি করতে গিয়ে দেখলেন, দরজায় সারি সারি ভাবে লুকিয়ে রাখা হয়েছে মদের বোতল। তবে এক-দুটো নয়, এক সঙ্গে ২ হাজারেরও বেশি মদের বোতল সেই দরজাগুলোতে লুকিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লি থেকে বিহারের উদ্দেশে প্রায় ২ হাজার ১১২ টি মদের বোতল পাচার করা হচ্ছিল। আর চোরাচালান করার ক্ষেত্রে এক অভিনব পথ বেছে নিয়েছে পাচারকারীরা। তবে তাতেও কোনও রেহাই পাওয়া গেল না। অবশেষে ধরা পড়ল পুলিশের হাতে। মদের বোতলগুলি কাঠের দরজার গায়ে এমন ভাবে লাগানো ছিল, যা দেখে সহজে কেউ বুঝতেই পারবেন না যে, কাঠের দরজার আড়ালে লুকিয়ে মদের বোতল পাচার করা হচ্ছে।

আরও পড়ুন: ৫০% নয়, ৪৫% নম্বর থাকলেই বসা যাবে প্রাইমারি টেটে, নয়া ঘোষণা পর্ষদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউটার নর্থ ডিস্ট্রিক্ট পুলিশ মদ চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তি- রোশন রাই এবং সর্বজিৎ সিং-কে গ্রেফতার করেছে ও যেই টেম্পো গাড়ি করে মদ পাচার করা হচ্ছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সেই গাড়ি দিল্লি থেকে বিহারে যাওয়ার পথে পুলিশের একটি দল রোহিণীর কাছে গাড়িটিকে আটকে দেয় ও তল্লাশি চালিয়ে বোতলগুলি জব্দ করে এবং অভিযুক্তদের গ্রেফতার করেছে।  

আরও জানা গিয়েছে, বোতলগুলিকে বের করে আনতে পুলিশদের ছেনি ও হাতুড়ি ব্যবহার করতে হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, "বোতলগুলো এত চতুরভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে, একজন সাধারণ মানুষ কখনই সন্দেহ করবে না যে অবৈধ কিছু চলছে।" এরপর অভিযুক্তরা এই মদ চোরাচালানের ঘটনা স্বীকার করেছে ও পুলিশ জানিয়েছে এই নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

Tags:

bihar

Hidden Liquor

Liquor Smuggling


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর