img

Follow us on

Saturday, Jan 18, 2025

Rajya Sabha Nomination: রাজ্যসভায় মনোনীত পিটি ঊষা- ইলাইয়ারাজা সহ ৪, অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যসভায় মনোনীত চার বিশিষ্টজনকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্প্রিন্টার।

img

ইল্লাইয়ারাজা ও পি টি ঊষা।

  2022-07-07 14:32:27

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে দক্ষিণ ভারতের ৪ রাজ্য থেকে বিশিষ্ট ব্যক্তিদের বেছে নিল কেন্দ্র। কেরল (Keral), তামিলনাড়ু (Tamilnadu), কর্ণাটক (Karnataka) এবং অন্ধ্রপ্রদেশের (ANdhra Pradesh) ৪ বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় আনা হচ্ছে। ক্রীড়াবিদ পিটি উষা (P.T. Usha), সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Iliyaraja), চলচ্চিত্র পরিচালক ভি বিজয়েন্দ্র প্রসাদ (K.V Vijayendra Prasad) এবং সমাজসেবী বীরেন্দ্র হেগড়ে (Veerendra Hegde) রয়েছেন এই তালিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বুধবার সন্ধ্যায় রাজ্যসভায় মনোনীত চার বিশিষ্টজনকে অভিনন্দন জানিয়েছেন। 

এবার রাজ্যসভার ট্র্যাকে দৌড়বেন অ্যাথলিট পি টি  ঊষা। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে মিলখা সিংকেও কার্যত টপকে গিয়েছিলেন কেরলের মেয়ে পিটি ঊষা। একটুর জন্য তিনি পদক পাননি। তবে অলিম্পিকে পদক না পেলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্যের স্বীকৃতি হিসাবেই এবার রাজ্যসভায় যাচ্ছেন ঊষা। তাঁকে এই পদের জন্য মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্প্রিন্টার। ট্যুইটবার্তায় তিনি জানান, ' আমি উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব। আমি সবসময় দেশের জন্য কিছু করতে চাই।'

রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে সংসদের উচ্চকক্ষে মনোনীত হলেন কিংবদন্তি সংগীত পরিচালক ইলাইয়ারাজাও। ইলাইয়ারাজা তামিলনাড়ুর বাসিন্দা। বহু বিখ্যাত দক্ষিণী ছবিতে সুর দিয়েছেন তিনি। সদমা, পা, চিনি কমের মতো বলিউড ছবিতেও সুর দিয়েছেন তিনি।  এই সম্মান পেয়ে তিনি অভিভূত বলে ট্যুইট করেন ইল্লাইয়ারাজাও। সেই সঙ্গে রাজ্যসভায় যাচ্ছেন কর্নাটকের বাসিন্দা সমাজসেবী বীরেন্দ্র হেগড়ে এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চিত্রনাট্যকর ও পরিচালক বি বিজয়েন্দ্র। 

">

চার জনের কেউই প্রত্যক্ষ ভাবে রাজনীতিতে নেই। কিন্তু জনমানসে তাঁদের ভাবমূর্তি উজ্জ্বল। লোকসভা ভোটের আগে তাঁদের রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় পাঠিয়ে বিজেপি হিসাব কষেই ‘দাক্ষিণাত্য তাস’ খেলতে চেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। রাজনৈতিক মহলের ধারণা, উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার পর এবার বিজেপির লক্ষ্য দক্ষিণ ভারত। সেকারণেই দক্ষিণের ব্যক্তিত্বদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

Tags:

Modi

P.T. Usha

Veerendra Heggade

Vijayendra Prasad nominated to Rajya Sabha

Olympic Sprinter P.T. Usha

music composer Ilaiyaraaja


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর