img

Follow us on

Saturday, Jan 18, 2025

Nupur Sharma: হাতে ১১ ইঞ্চি লম্বা ছুরি! নূপুর শর্মাকে খুনের উদ্দেশে ভারতে পাক যুবক

আপাতত কোনও রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়, কোনও দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না তাঁর বিরুদ্ধে।

img

রিজওয়ান আশারফ। নূপুর শর্মা।

  2022-07-20 14:46:50

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) খুন করতে ভারতে পাক অনুপ্রবেশকারী (Pak Intruder)। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিএসএফ (BSF)। রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ধরা পড়ে ২৪ বছর বয়সী পাক যুবক রিজওয়ান আশরাফ।

পুলিশ জানিয়েছে, হাতে ১১ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে পাকিস্তান থেকে সোজা ভারতে অনুপ্রবেশ করে রিজওয়ান। উদ্দেশ্য, নূপুরকে খুন করা। আর এই খুনের জন্য রীতিমতো ছক কষে ভারতে আসে সে। এমনকি খুনের পরিকল্পনা করার আগে আজমের দরগায় গিয়ে চাদরও চড়িয়ে আসার কথা ছিল ওই পাক যুবকের। এভাবে নূপুর শর্মাকে খুনের জন্য রিজওয়ানের ছক কষে ভারতে অনুপ্রবেশ রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে। 

বিএসএফের এক সিনিয়র অফিসার জানান, গত ১৬ জুলাই রাত ১১টা নাগাদ হিন্দুমালকোট সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখা গিয়েছিল অভিযুক্তকে। টহলরত জওয়ানদের সন্দেহ হতেই তাঁরা ধরে ফেলেন তাকে। সিনিয়র অফিসার আরও বলেন, ওই পাক নাগরিকের ব্যাগ থেকে ১১ ইঞ্চি লম্বা ছুরি, একটি ধর্মগ্রন্থ, কিছু জামাকাপড়, খাবারদাবার এবং অনেকখানি বালি উদ্ধার করা হয়। অভিযুক্ত জানায় তার নাম রিজওয়ান আশরাফ। পাকিস্তানের পাঞ্জাবের মান্ডি বহাউদ্দিন এলাকার বাসিন্দা সে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পয়গম্বর নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে (Nupur Sharma controversial comment)  ক্ষুব্ধ রিজওয়ান। তাই তাঁকে হত্য়ার উদ্দেশ্যেই সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ। প্রাথমিক জেরার পর রিজওয়ানকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আটদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ এবিষয়ে যাবতীয় তথ্য তুলে দেয় আইবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার হাতে। তাদের একটি যৌথ দল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে। 

আরও পড়ুন: শিলিগুড়ি করিডরের কাছে চিন! ডোকলাম সীমান্তে গ্রাম বানাচ্ছে বেজিং

পয়গম্বর বিতর্কে (Prophet Row) নূপুর শর্মার প্রতি বিদ্বেষ যে কমেনি, এ ঘটনা তার প্রমাণ। তবে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তিতে নূপুর। তাঁর পয়গম্বর মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। একাধিক রাজ্যে তাঁকে গ্রেফতার কর‍তে এফআইআরও দায়ের হয়েছিল। সেই মামলাগুলিতে গ্রেফতারির উপর স্থগিতাদেশ চেয়ে দেশের শীর্ষ আদালতের কাছে আবেদনও করেন তিনি।

সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত কোনও রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না। দেশের শীর্ষ আদালতের তরফে এও বলা হয়েছে, ‘কোনও দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না নূপুর শর্মার বিরুদ্ধে’। পয়গম্বর মন্তব্য বিতর্কে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি, বাংলা, মহারাষ্ট্র সরকারকে নোটিসও দিয়েছে শীর্ষ আদালত। এখনও পর্যন্ত দেশে নূপুর শর্মার বিরুদ্ধে ৯টি মামলা দায়ের হয়েছে। 

Tags:

Rajasthan

Supreme court

nupur sharma

prophet row

Nupur Sharma Controversy


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর