img

Follow us on

Saturday, Jan 18, 2025

PAN 2.0: আসছে ‘প্যান ২.০’, আপনার পুরনো প্যানকার্ড পাল্টানোর দরকার আছে কি?

Government Project: ‘প্যান ২.০’ বিবরণে কি আপডেট বা সংশোধন করা যাবে?

img

প্যান ২.0। প্রতীকী চিত্র।

  2024-11-27 17:57:44

মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্যান ২.০’ (PAN 2.0) প্রকল্প হল একটি ই-গভর্নেন্স উদ্যোগ, যা করদাতাদের পঞ্জিকরণ সম্পর্কিত প্রক্রিয়াগুলিকে আরও সহজ-সরল করতে কার্যকর করার কথা জানিয়েছে মোদি সরকার। এর প্রাথমিক লক্ষ্য হল উন্নত প্রযুক্তি গ্রহণ করে প্যান-সম্পর্কিত পরিষেবার গুণমান বৃদ্ধি করা। এই প্রকল্পে প্যান এবং ট্যান (TAN) অর্থাৎ ট্যাক্স ডিডাকশন এবং কালেকশন অ্যাকাউন্ট নম্বর প্রদান, আপডেট, সংশোধন এবং বৈধতা পরিষেবা সহ সমস্ত প্রক্রিয়াগুলিকে একত্র করা হয়েছে। একই ভাবে প্যান ২.০ প্রকল্পের অন্তর্গত ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলির জন্য অনলাইন প্যানের প্রামাণ্যতা এবং বৈধতা বিষয়ে পরিষেবা প্রদান করবে।

প্যান ২.০-এর বৈশিষ্ট্য (PAN 2.0)

প্যান-সম্পর্কিত পরিষেবাগুলি, বর্তমানে তিনটি পৃথক পোর্টালে পরিচালিত হয়। এই প্রফাইলগুলি হল, ই-ফাইলিং পোর্টাল, ইউটিআইআইটিএসএল পোর্টাল এবং প্রোটিন ই-গভ পোর্টাল। এখন থেকে একক ভাবে একীভূত প্ল্যাটফর্মে সবটা করা যাবে। এই প্ল্যাটফর্মে অনুমোদন, আপডেট, আধার-প্যান লিঙ্কিং, সংশোধন, অনলাইন প্যান যাচাইকরণ এবং আরও অনেক কিছু প্যান (PAN) এবং ট্যান (TAN) পরিষেবাগুলি পরিচালনা করা যাবে। প্যান ২.০-এর (PAN 2.0) সিস্টেমটি সমস্ত পরিষেবার জন্য একটি সম্পূর্ণ অনলাইন, কাগজবিহীন প্রক্রিয়া হবে, এটিকে আরও দক্ষ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলবে।

বিনামূল্যে আপডেট এবং সংশোধন

প্যান (PAN 2.0) হোল্ডাররা তাদের প্যানে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইত্যাদি বিনামূল্যে আপডেট বা সংশোধন করতে পারবেন। তবে এতে একটি ডিজিটাল ই-প্যান নিবন্ধীকৃত ইমেল আইডিতে পাঠানো হবে। তবে, প্যান কার্ডের হার্ডকপি পেতে ব্যবহারকারীদের ১৫০ টাকা অভ্যন্তরীণ ডেলিভারির চার্জ প্রদান করতে হবে।

প্যান ২.০ কবে পাওয়া যাবে?

ভারত সরকার এই প্যান ২.০ (PAN 2.0) কে একটি প্রকল্প হিসেবে ঘোষণা করেছে। তবে রোল আউটের সঠিক সময় এখনও নিশ্চিত করে ঘোষণা করা হয়নি। তবে করদাতারা প্রয়োজন মতো বর্তমান উপলব্ধ পোর্টালেই কাজ করতে পারবেন। সারা দেশে করদাতাদের কর প্রদানের কাজকে ঝঞ্ঝাট মুক্ত এবং সরল করতে এই নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে গুরু দায়িত্বে বাঙালি, মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার মাথায় কলকাতার জয়ন্ত

কিছু প্রয়োজনীয় প্রশ্ন

প্রশ্ন-১ঃ আমার প্যান কার্ড (PAN 2.0) আগে করা হয়েছে, এখন নতুন প্যান ২.০-তে কি পরিবর্তন করতে হবে?

উত্তরঃ না। নতুন প্যান কার্ড করতে হবে না। আগের প্যান বৈধ থাকবে।

প্রশ্ন-২ঃ আমার প্যানের বিবরণ কি আপডেট বা সংশোধন করতে পারি?

উত্তরঃ অবশ্যাই করতে পারেন। প্যানের নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর দিয়ে আপডেট বা সংশোধন করতে পারেন। তাতে কোনও খরচ লাগবে না।

প্রশ্ন-৩ঃ আমি কি নতুন প্যান কার্ড পাব?

উত্তরঃ আপনার তথ্য আপডেট বা সংশোধন না হওয়া পর্যন্ত নতুন প্যানকার্ড পাবেন না। সিস্টেমে আপডেট হলে একটি ই-প্যান জারি করা হবে। সেটাকে আপনার ইমেল, ল্যাপটপ বা ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

  

news in bengali

PAN 2.0


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর