ফের একবার পদ্ম ফেলে হাতে লণ্ঠন তুলে নিচ্ছেন নীতীশ?
নীতীশ কুমার।
মাধ্যম নিউজ ডেস্ক: দুপুর গড়ানোর আগেই জল্পনায় যবনিকা পড়ে গেল (Bihar Political Crisis)। বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রাজভবনে যাওয়ার আগেই রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন জনতা দল ইউনাইটেডের (JDU) প্রধান।
গত শুক্রবার থেকেই পাটনার রাজনীতিতে দোলাচল চলছিল। রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে নীতীশের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল বিহারে বিজেপি-নীতীশের জোট সরকারের পতন হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল।
এদিন নিজ বাসভবনে সকাল ১১টায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন জেডিইউ প্রধান। সেখানেই নীতীশ জানিয়ে দেন, তাঁর সিদ্ধান্তের কথা। এই নিয়ে গত এক দশকে দু-দুবার বিজেপির সঙ্গ ত্যাগ করলেন নীতীশ। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন।
এরপর, ২০১৭ সালে লালুপ্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তিনি বিহারে মহাজোট গঠন করে ক্ষমতায় এসেছিলেন। এরপর আরজেডির বর্তমান প্রধান তথা লালু-পুত্র তেজস্বী যাদব, যিনি সেই সময় নীতীশ মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন। পতন হয় শরিক সরকারের। এরপর নীতীশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন। এবার ফের একবার পদ্ম ছেড়ে হাতে লণ্ঠন নিচ্ছেন নীতীশ?
এদিকে, পাঁচ বছর পর ফের ক্ষমতায় ফিরতে চলেছে আরজেডি। তেজস্বী আগেই জানিয়েছিলেন, নীতীশ যদি বিজেপির সঙ্গ ত্যাগ করে, তাহলে জেডিইউ-কে সমর্থন করবে তারা। এমনকী, নীতীশই যে মুখ্যমন্ত্রী থাকবেন, তাও একপ্রকার জানিয়ে দেন তেজস্বী। বিজেপি-জেডিইউ জোট শেষ হওয়ার ইঙ্গিত মিলতেই, উৎসব শুরু হয়ে যায় রাবড়ি দেবীর বাসভবনে।
জানা গিয়েছে, এদিন বিকেল চারটের সময়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেবেন নীতীশ কুমার। সঙ্গে থাকবেন তেজস্বীও। একইসঙ্গে, তাঁরা নতুন সরকার গঠনেরও আবেদন জানাতে পারেন। সূত্রের খবর, নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রক ও স্পিকারের পদ পেতে পারে আরজেডি। হতে পারে, এবারও তেজস্বী উপ-মুখ্যমন্ত্রীর পদে আসীন হবেন।